OIC -র বৈঠকের পরে মুসলিম দেশ গুলির উপর নারাজ হয়ে ইসরায়েলকে হুমকি দিলো এরদোয়ান

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অজয় দাস :- গত রবিবার OIC অথাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপরেশন এর ভার্চুয়াল বৈঠক আয়োজন করেছিল সৌদি। এই বৈঠকে ৫৭ মুসলিম দেশের বিদেশ মন্ত্রীরা অংশ গ্রহণ করে। এই বৈঠকে মুসলিম দেশ গুলির মধ্যেই বিবাদ দেখতে পাওয়া যায়। এই বৈঠকে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ ইউনাইটেড আরব এমিরেটস ( UAE ) এর বিদেশ মন্ত্রী উপস্থিত না হয়ে এক জুনিয়ার নেতাকে বৈঠকে পাঠায় ইউনাইটেড আরব এমিরেটস।

আরো পড়ুন :- ভারতই পারে চীনকে আটকাতে দাবি আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক RAND এর

এই বৈঠকের শেষে ইসরায়েল ও প্যালেস্টাইন নিয়ে কোনো রোড ম্যাপ তৈরী হয়নি। এই সংগঠন কি ভাবে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবর্তীর্ণ হবে তার কোনো আলোচনা হয়নি। এর পরেই গতকাল তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন কোনো মুসলিম দেশ প্যালেস্টাইনের পাশে না দাঁড়ালেও তুর্কি প্যালেস্টাইনের পাশে দাঁড়াবে।

তিনি বলেন , দরকার পড়লে আমরা একাই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে। তাতে কেউ আমাদের সাথে থাকুক বা না থাকুন। মূলত ইউনাইটেড আরব এমিরেটস এর উদ্দেশ্যেই এই কথা বলেছেন তিনি। কারণ তিনি জানেন ইউনাইটেড আরব এমিরেটস যদি এই যুদ্ধ থেকে পিছিয়ে আসে তা হলে বিশ্বের অর্ধেকের বেশি মুসলিম দেশ এই যুদ্ধ থেকে পিছিয়ে আসবে। তবে আগেও তিনি ইসরায়েলকে ধমকি দিয়েছেন। এখন দেখার কবে তুর্কি ইসরায়েলের উদ্যেশে সেনা পাঠায়।

আরো পড়ুন :- OIC অন্তর্ভুক্ত ৫৭ মুসলিম দেশকে আয়না দেখালো আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরাফ গনি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

Bangla news dunia Desk

মন্তব্য করুন