Bangla News Dunia, দীনেশ দেব :- করোনা ভ্যাকসিন নিয়ে দেশে আসলো GOOD NEWS , ভারতের দুই ভ্যাকসিনের ছাড়াও রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ভারত। এবার Pfizer এর ভ্যাকসিন নিয়ে বড় খবর হলো , খুবই তাড়াতাড়ি আমেরিকার Pfizer কোম্পানির তৈরি ভ্যাকসিনের ছাড়পত্র দিতে পারে ভারত । সেই অনুযায়ী ভারত সরকারের সাথে Pfizer কর্তৃপক্ষের কথা বার্তা চলছে। Pfizer কর্তৃপক্ষ নিজে বলেছে যে ভারতে এই ভ্যাকসিনের ছাড়পত্র নিয়ে তারা ভারত সরকারের সাথে কথা বার্তা চালাচ্ছে।
এই ভ্যাকসিন কাজ কি ভাবে করে :-
এই ভ্যাকসিনের মাধ্যমে মানুষের শরীরে MRNA প্রবেশ করানো হয়। যার ফলে শরীরের কোষিকা গুলি ভাইরাসকে চিহ্নিত করতে সক্ষম হয় ও তার বিরুদ্ধে শরীরে এন্টিবডি তৈরি করতে থাকে যাতে করে আমাদের শরীর ভিরাসের সাথে লড়তে সক্ষম হয়। বিভিন্ন রিপোর্টে পাওয়া গেছে যে এই ভ্যাকসিন কার্যকারিতা প্রায় ৯৫ শতাংশ।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে
Pfizer এর CEO জানায় যে তারা ভারতের এই মহামারীর কালে ভারতকে ৭ কোটি আমেরিকার ডলার মূল্যের ভ্যাকসিন দেবে। তবে এই ভ্যাকসিন তারা ভারতকে ফ্রীতে দেবে যাতে করে ভারত এই মহামারীর সাথে লড়তে পারে। তারা জানায় যে Pfizer এর ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাহায্য হবে। Pfizer জানায় যে তারা ভারতের করোনা পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। তারা ভারতের এই লড়াইতে ভারতের মানুষদের সাথে রয়েছে।
এর আগে Pfizer এর তরফ থেকে ভারত সরকারের কাছে জানানো হয় যে তারা ভারতে তাদের ভ্যাকসিন সাপ্লাই করতে চায়। তারা জানায় , ভারতে তারা তাদের ভ্যাকসিন উৎপাদন মূল্যেই বিক্রি করবে। তারা সরকারের মাধ্যমেই এই ভ্যাকসিন ভারতে দিতে চায়। যাতে করে ভারতের মানুষ এই ভ্যাকসিন পেয়ে করোনা মুক্ত হতে পারে। এখন দেখতে হবে এই ভ্যাকসিন ভারতের মানুষের উপর কতটা কার্যকর।
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বেশির ভাগ ছেলেরা একা থাকতে চায় ! কিন্তু কেন ?