UN-এ ভারতের সমর্থনে বক্তব্য দিল মালদ্বীপ , মুখ পুড়লো চীন-পাকিস্তানের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- UN-এ ভারতের সমর্থনে বক্তব্য দিল মালদ্বীপ। সারা বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বিভিন্ন দেশগুলোকে অসুবিধাই যথাসাধ্য সাহায্য করে গেছে ভারত। কখনও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠিয়ে, আবার কখনও খাদ্য সামগ্রী পাঠিয়ে সেই সময় মহাসংকটের দিনেও বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। সংকটের সময় অন্যান্য দেশের পাশে দাঁড়ানোয় সর্বজনের প্রশংসাও কুড়িয়েছিল ভারত। সংযুক্ত রাষ্ট্রমহা সভার ৭৫ বছর পূর্তিতে মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদ তাদের সাহায্য করার জন্য ভারতে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা করোনা মহামারিকালে সংকটের দিনেও আমাদের আর্থিক সাহায্য করেছে, তাদের ধন্যবাদ জানাব।

তিনি আরো বলেছেন ভারতকে সবথেকে বেশি ধন্যবাদ জানাব। কারণে করোনাকালে বিশ্বব্যাপী মহা বিপদের দিনেও তারা ১৮৪২ কোটি টাকা দিয়ে সাহায্য করেছে। তারা কৃতজ্ঞাতা স্বীকার করেছে। এছাড়াও মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলির অনুরোধে রাজধানী মালেতে এই মাসেই আয়োজিত এক বৈঠকে ভারতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। মালদ্বীপে ভারতীয় দূতাবাস মারফত জানা গেছে, ভারত মার্চ মাস থেকেই মালদ্বীপের সাহায্য করছে। প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসকের টিম পাঠিয়ে, তারপর এপ্রিল মে মাসে প্রয়োজনীয় ঔষধি সামগ্রী এবং পরবর্তীতে মে মাসে ৫৮০ টোন খাদ্য সামগ্রী পাঠিয়ে সাহয্য করেছে।

আরো পড়ুন :- ইসলাম ধর্মের জন্য গোটা বিশ্ব চরম সমস্যাতে , বললেন ফ্রান্সের রাষ্ট্রপতি মাক্রোঁ

এদিকে করোনাকালে ধীরে ধীরে মালদ্বীপ এবং ভারতের বন্ধুত্ব আর গভীর হয়ে ওঠায় অস্তিত্বে পরে একদমই মেনে নিতে পারছে না চীন সরকার জিনপিং। অন্যদিকে চাপে পাকিস্তানও। অন্যদিকে বিগত ৬ মাস ধরে মালদ্বীপের পর্যটন শিল্প স্থগিত থাকায় আর মালদ্বীপের অর্থনীতির হাল বেহাল। এই পরিস্থিতিতে মালদ্বীপের উপর আর্থিক ঋণ মেটানোর চাপ দিয়ে চীন সরকার নোংরা খেলায় মেতে উঠছে।

Highlights

1. UN-এ ভারতের সমর্থনে বক্তব্য দিল মালদ্বীপ

2. মালদ্বীপের পর্যটন শিল্প স্থগিত থাকায় আর মালদ্বীপের অর্থনীতির হাল বেহাল

#UN #মালদ্বীপ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন