BBangla Nwes Dunia , সঙ্গীতা দত্ত রায় :- করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের থেকে ইমিউনিটি নিতে হু একেবারেই রাজি নয়। হু -র বক্তব্য -করোনা থেকে সুস্থদের শরীরে ভাইরাসের এন্টিবডি তৈরী হলেও সেটা যে ২য় বার সংক্রমণের হাত থেকে রক্ষা করবে এমন প্রমান এখনো অবদি পাওয়া যায়নি। উল্টে ভয় একটাই ইমিউনিটি ছাড়পত্র পেলে ওই ব্যক্তিরা আর সামাজিক বজায় রাখতে পারবে না। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি হবে। বেজিংয়ের বিজ্ঞানী লিনলিন বাঁদরের ওপর গবেষণা করে ২য় বার সংক্রমণের সম্ভাবনা নেই বলে মনে করছেন।
আরও পড়ুন :- কিটের জন্য রেপিড টেস্ট বন্ধ হল
বর্তমানে প্লাজমা দ্বারা তৈরী এন্টিবডিই করোনা ভাইরাসের বিরুদ্ধে একমাত্র ওষুধ।কিন্তু তারপরেও দক্ষিণ কোরিয়া ও চীন থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের আবার করোনা সংক্রমণের রিপোর্ট পসিটিভ এসেছে। মানে হয় তাদের আবার ইনফেকশন হয়েছে আর তা না হলে ভেতরকার করোনা ভাইরাস সম্পূর্ণ মরেনি। হু -র মতে -শরীরে এন্টিবডি তৈরী হয়েছে কিনা তা জানার জন্য যে রেপিড টেস্ট হচ্ছে তার রিপোর্ট কতটা সঠিক সেটাও আগে ভালো করে দেখতে হবে।
আরও পড়ুন :- প্লাজমা তত্বেই সাফল্য লাভ করোনায়
কেননা টেস্ট করতে গিয়ে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে আক্রান্ত ব্যক্তির রিপোর্টও নেগেটিভ এসেছে আবার সুস্থ ব্যক্তির রিপোর্টও পসিটিভ হয়েছে। মনে রাখতে হবে যে শরীরে তৈরী হওয়া সব এন্টিবডিই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে না। যে এন্টিবডি ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারে সেটা হল নিউট্রিলাইজিং এন্টিবডি, কম জনেরই থাকে। আর যাদের নিউট্রিলাইজিং এন্টিবডি আছে তাদের শরীরেও সেটা কতদিন থাকবে সেটাও দেখার বিষয়।