Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- WWE-কে বিদায় জানালেন সকলের প্রিয় সুপারস্টার Undertaker ! দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে বহু রেকর্ডের মালিক Undertaker অবশেষে ইতি টানলেন। সারা বিশ্ব ব্যাপী তার অগণিত অনুরাগীর ভালবাসা ও অগাধ সম্মান পেয়েছেন। দীর্ঘ দিন ধরে ৮ থেকে ৮০ প্রত্যেকের মনোরঞ্জন করেছেন। অবশেষে রবিবার অবসর ঘোষণা করলেন WWE তারকা আন্ডারটেকার। তার সাথে শেষ হলো প্রায় তিন যুগের রেকর্ড।
"My time has come to let The @undertaker rest … in … peace." #SurvivorSeries #FarewellTaker #Undertaker30 pic.twitter.com/Mg9xr8GB94
— WWE (@WWE) November 23, 2020
তার প্রকৃত নাম মার্ক ক্যালাওয়ে। কিন্তু সারা বিশ্বেই তিনি আন্ডারটেকার নাম সকলের কাছে পরিচিত। অনেক বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে তিনি। বহুবার WWE-তে সেরার শিরোপা পেয়েছেন। ২০০৭ সালে ২৯ জনকে হারিয়ে রয়্যাল রাম্বল জিতেছিলেন তিনি। কিংবদন্তি তারকার মনে হয়েছে রিংয়ে নিজের একশো শতাংশ দেওয়া হয়ে গিয়েছে তাঁর। তাঁর সঙ্গেই যেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের একটা বিরাট অধ্যায় শেষ হল। তার ফেয়ারওয়েল অনুষ্ঠানে হাজির ছিলেন বিগ শো, জেফ হার্ডি, গডফাদার, রিকিশি, ট্রিপল এইচ, কেন-সহ আরও WWE তারকা।
আরো পড়ুন :- ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়েছিল পাকিস্তান ! চাঞ্চল্যকর তথ্য সামনে
এই দিন তিনি বলেন দীর্ঘ ৩০ বছর ধরে রিংয়ে হেঁটেছি। বারবার অন্যদের বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এবার আমার সময় শেষ হয়েছে। আন্ডারটেকারকে এবার শান্তিতে বিশ্রাম দেওয়ার সুযোগ করে দিতে হবে। রিংকে গুডবাই বলার সময় মন্তব্য আন্ডারটেকারের। সাধারণ জীবনেও তিনি এক অনন্য মানুষ। তাকে অনেক অনেক শুভেচ্ছা। তাকে আগামিদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও।
Highlights
1. WWE-কে বিদায় জানালেন সকলের প্রিয় সুপারস্টার Undertaker !
2. আগামিদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও
#Undertaker #WWE