সিংহ-হাতিতে ভরা জঙ্গলে হারিয়ে গিয়ে একাই ৫ দিন বেঁচে থাকল ৮ বছরের বালক ! তারপর ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : উত্তর জিম্বাবোয়ের একটি সংরক্ষিত রেনফরেস্ট, যেটি সিংহ এবং হাতির মতো ভয়ঙ্কর সব বন্য প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। এই ভয়ঙ্কর শ্বাপদসঙ্কুল জঙ্গলের ভেতর ৫ দিন ধরে শুধু বুনো ফল এবং মাটি খুড়ে পাওয়া জল খেয়ে বেঁচে রইল এক ৮ বছরের বালক।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

সূত্রের খবর,গত ২৭ ডিসেম্বর টিনোটেন্ডা পুন্ডু(Tinotenda Pundu) নামের এই শিশুটি উত্তর জিম্বাবোয়ের একটি গ্রাম থেকে হারিয়ে যায়। এর ঠিক ৫ দিন পরে তাঁর সন্ধান মেলে তাঁর গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে, মাটুসাডোনা ন্যাশনাল পার্কে(Matusadona National Park)। বেশ দুর্বল এবং বিধ্বস্ত হয়ে পড়েছিল সে, তবু হার মানেনি।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

৮ বছর বয়সি বালকের অসাধারণ এই অভিজ্ঞতা সম্বন্ধে স্থানীয় নেতা পি মুতসা মুরমবেদজি বলেন, “পথ হারিয়ে শিশুটি নিজের অজান্তেই বিপজ্জনক মাতুসদোনহা গেম পার্কে চলে যায়। হগওয়ে নদীর কাছের জঙ্গলে অবিশ্বাস্য ৫ টি দিন কাটানোর পর মাটুসাডোনা আফ্রিকা পার্কের রেঞ্জাররা ছেলেটিকে জীবিত অবস্থায় খুঁজে পায়। বাড়ি থেকে এতটা দূরে ,গহীন অরণ্যের মধ্যে সিংহের গর্জন এবং হাতির ক্রমাগত আনাগোনার মাঝে, শুধুমাত্র বুন ফল খেয়ে এবং পাথরের ওপর ঘুমিয়ে, এই নির্দয় প্রকৃতির মাঝে একটি ৮ বছর বয়সির বেঁচে থাকাটা সত্যিই অবিশ্বাস্য।”

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন