Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের আইপিএল-এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে রাজস্থান রয়্যালসের হারের পরেই শুরু হয় বিতর্ক। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি বলেন ‘ম্যাচে নিশ্চই কোনও গরমিল রয়েছে।’
আলোচ্য ম্যাচ ১৯ এপ্রিল, শনিবারের। রাজস্থান ১৮১ রানের টার্গেট চেজ করতে নেমেছিল। শেষ ওভারে তাদের জয়ের জন্য মাত্র ৯ রানের বাকি ছিল। হাতে তখনও ৬ উইকেট। সবাই ধরেই নিয়েছেন যে রাজস্থান ম্যাচ জিতেই গিয়েছে।
কিন্তু হঠাৎ ম্যাচের মোড় ঘুরে যায়। দেখা যায়, লখনউয়ের বোলার আভেশ খান দুর্দান্ত বোলিং করছেন। আর তার ফলেই রাজস্থান ২ রানে হেরে যায়। এই আকষ্মিক হারের পরেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে শুরু করেন সমালোচকদের একাংশ।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়দীপ বিহানি রীতিমতো সন্দেহ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, ‘নিজের ঘরের মাঠে ওরা এভাবে কীভাবে হেরে গেল?’
এক সাক্ষাৎকারে তিনি এটাও মনে করিয়ে দেন যে, ২০১৩ সালের শুরুতে রাজস্থানের কয়েকজন প্লেয়ারের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ফলে দলের ইতিহাস যে একেবারে কলঙ্কহীন, সেটাও বলা চলে না।
জয়দীপ বিহানী এখানেই থামেননি। সরাসরি ফ্র্যাঞ্চাইজি মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ তোলেন। বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির মালিক রাজ কুন্দ্রাও এর আগে একটি বেটিং কেসে ধরা পড়েছিলেন। সেই সময় এর জন্য ২ বছরের জন্য গোটা টিমটাই ব্যান করে দেওয়া হয়েছিল।’ বিসিসিআইয়ের কাছে গোটা বিষয়টির তদন্তের দাবি তুলেছেন জয়দীপ বিহানী।
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য