IPL 2025 চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? সেরা প্লেয়ারদের কত টাকা দেয় BCCI দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

IPL-2025-mega-auction

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আইপিএল ২০২৫ বা IPL 2025 শুরু হতে আর মাত্র ২ দিন বাকি আছে। ক্রিকেট প্রেমীদের জন্য IPL (Indian Premier League) একটি দুর্দান্ত বিনোদন বলা যেতেই পারে, শুধু যে বিনোদন তাও নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ও ভালোবাসা। চাকরি ক্ষেত্রে থেকে ফিরে আসার পরে কিংবা পড়াশোনার ফাঁকে আইপিএল দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে ক্রিকেট প্রেমীরা।

IPL 2025 Winning Price Money Breakup Details

আগামী শনিবার থেকে শুরু হবে বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এইবারের আইপিএলে আকর্ষণ কি থাকছে, ২০২৫ এর আইপিএল চ্যাম্পিয়নরা কত টাকা করে পাবেন জানেন কি? এই সংক্রান্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। ক্রিকেট প্রেমীদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

BCCI Indian Premier League 2025

দুই মাস ধরে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যেই সব দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। মাঠে নামার অপেক্ষায় রত প্রত্যেকটি দল। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, এবারও শাহরুখ খানের দলের দিকে নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। এই IPL 2025 পুরস্কার মূল্য নিয়ে প্রত্যেকেরই একটা আকর্ষণ থাকে।

TATA IPL 2025 Dream 11 Prediction

যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে পুরস্কার নিয়ে কোন অফিশিয়াল তথ্য দেওয়া হয়নি। যদি এই বছর BCCI পুরস্কার মূল্য না বাড়ায় তাহলে গতবারের মতন একই থাকবে। যেহেতু দেখা গেছে, সদ্য শেষ হওয়া উইমেন্স প্রিমিয়র লিগের পুরস্কার মূল্য আগের বারের মতনই রাখা হয়েছে। আইপিএলের ক্ষেত্রে বিসিসিআই কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই দিকে চোখ রয়েছে প্রত্যক্ষ। এক নজরে জেনে নেওয়া যাক ২০২৫-র চ্যাম্পিয়ন ও রানার্স দল কত টাকা করে হাতে পেতে পারে।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

কারা কত টাকা পাবে দেখুন

১) চ্যাম্পিয়ন দল – ২০ কোটি টাকা।
২) রানার্স দল – ১২ কোটি ৫০ লক্ষ টাকা।
৩) অরেঞ্জ ক্যাপ – ১০ লক্ষ টাকা।
৪) পার্পল ক্যাপ – ১০ লক্ষ টাকা।

৫) টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার – ১০ লক্ষ টাকা।
৬) ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লক্ষ টাকা।
৭) স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট – ১০ লক্ষ টাকা।
৮) টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা – ১০ লক্ষ টাকা।

৯) টুর্নামেন্টের সব থেকে বেশি চার – ১০ লক্ষ টাকা।
১০) টুর্নামেন্টের সেরা ক্যাচ – ১০ লক্ষ টাকা
১১) ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – ১০ লক্ষ টাকা।
১২) টুর্নামেন্টের সেরা ক্রিকেটার – ১০ লক্ষ টাকা।
১৩) সেরা মাঠ ও পিচ – ৫০ লক্ষ টাকা।
১৪) ফাইনালে ম্যাচের সেরা – ৫ লক্ষ টাকা।

IPL 2025 প্রতি ম্যাচে কত টাকা পুরস্কার মূল্য পান ক্রিকেটাররা?

১) স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ – ১ লক্ষ টাকা।
২) ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ – ১ লক্ষ টাকা।
৩) সব থেকে বেশি ছক্কা – ১ লক্ষ টাকা।
৪) সব থেকে বেশি চার – ১ লক্ষ টাকা।
৫) সব থেকে বেশি ডট বল – ১ লক্ষ টাকা।
৬) প্লেয়ার অফ দ্য ম্যাচ – ১ লক্ষ টাকা।

 

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন