Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখনই IPL 2025 এর ফাইনাল ও প্লে অফ ম্যাচ কোন কোন দল খেলবে সেই নিয়ে বড় ভবিষ্যৎ বাণী পাওয়া গেল। দেশের ও বিদেশের সকল ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএল শুধুমাত্র বিনোদন নয়, এর সাথে জড়িয়ে রয়েছে আবেগ। ২২ মার্চ থেকে শুরু হয়েছিল বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ইতি মধ্যেই ৭ টা ম্যাচ হয়ে গেছে এবং এই সকল ম্যাচ দেখার মধ্যে দিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা কিছু ভবিষ্যৎবাণী করেছ (Indian Premier League).
IPL 2025 Playoffs and Final Teams
শুধুমাত্র খেলা দেখে উপভোগ করাই নয় এরই সঙ্গে কোটি কোটি টাকার ব্যবসা জড়িয়ে আছে এবং এর ফলে অনেক মানুষের রোজগারও হয়। কিন্তু এই সকল কিছুর মধ্যে অনেক মানুষের একটা প্রশ্ন থাকে মনে যে কোন টিম এবারের ফাইনাল বা প্লে অফ খেলতে পারে? এই নিয়ে চায়ের দোকানে, স্কুলে অনেক জায়গাতেই আলোচনা হয়ে থাকে। কিন্তু এখনিই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কে ফাইনাল খেলবে! তবে কয়েকটি দলকে প্লে অফের জন্য শক্তিশালী হিসেবে ধরা হচ্ছে, যেমন – মুম্বাই ইন্ডিয়ান (MI), চেন্নাই সুপার কিংস (CSK).
IPL প্লে অফ বা ফাইনাল খেলার যোগ্যতা
আইপিএলে প্রতিটি দলের ১৪ টি লিগ ম্যাচ খেলার পর, পয়েন্ট টেবিলের শীর্ষ যে চারটি দল পৌঁছায় তারাই প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ও এই ছাড় দলে মধ্যে দুই দল ফাইনাল খেলে। আইপিএল ২০২৫ এর মেগা ফাইনাল রয়েছে ২৫ শে মে ইডেন গার্ডেন কলকাতায়। এই বছরের আইপিএল ২০২৫ এর মোট ম্যাচের সংখ্যা রয়েছে ৭৪ টি। এখনও অনেক দিক বাকি আছে এই উত্তর পাওয়ার জন্য।
আরও পড়ুন:- জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন
Chennai Super Kings will Win This IPL?
তবে এই পর্যন্ত খেলার পরিস্থিতি পর্যালোচনা করলে একটি দলের নাম সবার প্রথমেই মাথায় আসছে। আর সেটা কে? বলার অপেক্ষা রাখেনা, সেটা হলো চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস দল ছয়টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ খেলবে নিজের ঘরের মাঠে। এর ফলে একটা পজিটিভ চান্স তো রয়েছেই জেতার। যদি চারটি ম্যাচই জিতে যায় তাহলেই প্লে অফ খেলার জন্য চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে থাকবে।
অন্য দিকে এবারের আইপিএল ২০২৫ এর এক বিশেষ আকর্ষণ পুরনো এক ক্রিকেট অধিনায়ককে দেখা যাবে আইপিএল টুর্নামেন্টে। আর এই অধিনায়ক হলো মহেন্দ্র সিং ধোনি। যদিও তিনি আইপিএলে অংশ গ্রহণ করবেন না। তবে অধিনায়ক হিসেবে মাঠে থাকা মানে ক্রিকেট খেলোয়ারদের আলাদের একটা মানসিক পাওয়ার বেড়ে যাওয়া। বর্তমানে সন্ধ্যা বেলার টিভির স্ক্রিনে আইপিএল ২০২৫ নিয়ে উন্মাদনা তুঙ্গে। দেখা যাক, চেন্নাই সুপার কিংস প্লে অফের জন্য নির্বাচিত হয় কিনা।
Will RCB, DC, PBKS Have Chance to Win This IPL Title?
কিন্তু দিল্লি ক্যাপিটাল ও রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আর পাঞ্জাব এখনও পর্যন্ত একবারও এই খেতাব জেতেনি আর এই কারণের জন্য এবারে অনেকেই এই কয়েকটা দলকেও এগিয়ে রাখছেন। এছাড়াও লখনউ সুপার জায়েন্টস ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে, এবারে তার অধিনায়কত্বে সঞ্জীব গয়েঙ্কার দল IPL জেতে কিনা সেই দিকেও নজর রাখাটা খুবই জরুরি।
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ কমানোর উপায় জেনে নিন
আরও পড়ুন:- এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! সমাধান জেনে নিন