ISL চ্য্যাম্পিয়ন সবুজ মেরুন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এভাবেও ফিরে আসা যায় ! শনিবার সন্ধেয় যুবভারতী স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন ৫৯ হাজার ১১২ জন সমর্থক। গ্যালারির রং ছিল সবুজ মেরুন। তবুও প্রথমার্ধে বেঙ্গালুরু এফসির দাপটে অশনি সঙ্কেত দেখছিল মোহনবাগান। সেই চাপ থেকেই ৪৯ মিনিটে আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু তখনও মাঠে ছিলেন জেসন কামিংস। ত্রাতা হয়ে উঠলেন তিনিই। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘আরামসে’ গোল করে সমতায় ফেরালেন মোহনবাগানকে। নির্ধারিত সময়ে স্কোর ১-১ থাকায় এক্সট্রা টাইমে গড়ায় খেলা।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

তবে তখন নিজের চেনা ছন্দে ফিরে গিয়েছে মোহনবাগান। ১০১ মিনিটে রেখে দুরন্ত গোল করে দলকে লিড এনে দিলেন আর এক অজ়ি তারকা জেমি ম্যাকলারেন। বুদ্ধিদীপ্ত পরিবর্তনে ম্যাচের মোড় ঘোরালেন মোলিনা। ২-১ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে ISL চ্য্যাম্পিয়ন হলো মোহনবাগান। লিগ শিল্ডের পরে ISL কাপ জিতে দ্বিমুকুট মোহনবাগানের।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন