Bangla News Dunia, Pallab : স্পেডেক্স মিশনের অন্তর্গত ‘আনডকিং’ পরীক্ষাতেও সফলভাবে উতরে গেল ইসরো। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, স্পেডেক্সের ‘ডকিং’ অর্থাৎ দুটি মহাকাশযানের সংযুক্তিকরণ প্রক্রিয়ায় সাফল্যের পর এবার ‘আনডকিং’ অর্থাৎ দুটি মহাকাশযানের বিচ্ছিন্নকরণের প্রক্রিয়াটিও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
ইসরো জানিয়েছে, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (স্পেডেক্স) মিশনের অংশ হিসেবে দুটি উপগ্রহ, এসডিএক্স-০১ ও এসডিএক্স-০২-কে সফলভাবে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এটি ভারতের মহাকাশ গবেষণায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। শুধু তা-ই নয়, স্পেডেক্সের প্রযুক্তিগত পরীক্ষার এহেন সাফল্য আগামীদিনে চন্দ্রযান-৪ মিশনের পথ আরও প্রশস্ত করে দিল বলেও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এছাড়া চাঁদে ও মহাকাশে মানুষ পাঠানো, নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির মতো যে-সব স্বপ্ন রয়েছে ইসরোর, তা পূরণের ক্ষেত্রে আরও একধাপ এগোল ভারত। কীভাবে দুই মহাকাশযানের ‘আনডকিং’ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার একটি ভিডিও এদিন ইসরো প্রকাশ করেছে।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
ইসরোর সফল আনডকিংয়ের কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে বিজ্ঞানীদের অভিনন্দন জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ‘অভিনন্দন টিম ইসরো। প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক খবর। আগামীদিনে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন, চন্দ্রযান-৪, গগনযান সহ সমস্ত মিশনের সাফল্যের অপেক্ষায় থাকব।’