Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ । আগামী ৩০ অগস্ট জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হবে। আর ভগবান শ্রীকৃষ্ণের রাত ১২টায় জন্ম হয়েছিল । তাই প্রতিবছর মধ্যরাতেই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো আয়োজিত হয়। তবে জ্যোতিষ শাস্ত্র মতে, এই বছর জন্মাষ্টমীতে এক অদ্ভূত সংযোগ সৃষ্টি হয়েছে। শ্রীমদ্ভগবত অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। দিন ছিল বুধবার এবং সময় ছিল মধ্যরাত্রি।
আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি
জ্যোতিষ শাস্ত্র মতে , জন্মাষ্টমীতে একসঙ্গে ৬টি তত্বের উপস্থিতি অত্যন্ত দুর্লভ হয়ে থাকে। এগুলি হল ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষ, মধ্যরাত্রিকালীন অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বৃষ রাশিতে চন্দ্রের উপস্থিত তারই পাশাপাশি সোমবার বা বুধবার দিন হওয়া। চলতি বছর এই সমস্ত তত্বই জন্মাষ্টমীর দিনে উপস্থিত থাকছে।
সিন্ধু নামক গ্রন্থ অনুযায়ী জন্মাষ্টমীতে এমন সংযোগ থাকলে এই সুযোগকে হাতছাড়া করবেন না। এই সংযোগে কেউ যদি ব্রত করে তবে ৩ জন্মের জ্ঞানত বা অজ্ঞানতাবশত হয়ে থাকা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্মাষ্টমী সংযোগে ব্রত করলে প্রেত যোনিতে ভ্রাম্যমান পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন।
জন্মাষ্টমীর শুভ লক্ষণ গুলি দেখুন –
১. অষ্টমী তিথি শুরু হচ্ছে – ২৯ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটে।
২. অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে – ৩১ আগস্ট সকাল ১টা ৫৯ মিনিটে।
৩. রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে – ৩০ আগস্ট সকাল ৬টা ৩৯ মিনিটে।
৪. রোহিণী নক্ষত্র সমাপ্ত হচ্ছে – ৩১ আগস্ট সকাল ৯টা ৪৪ মিনিটে।।
আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)