January 2026 Rules: ১ জানুয়ারি ২০২৬ থেকে বদলে যাচ্ছে এই ৬টি গুরুত্বপূর্ণ নিয়ম! বেতন কমিশন থেকে রেশন কার্ড— জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

January 2026 Rules: আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে ভারতজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। ব্যাঙ্কিং ব্যবস্থা, সরকারি কর্মচারীদের বেতন, জ্বালানির দাম এবং জরুরি নথিপত্র সংক্রান্ত এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে যারা ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেননি, তাঁদের জন্য এই নতুন বছরটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক, নতুন বছরের শুরু থেকেই ঠিক কোন কোন নিয়ম বদলে যাচ্ছে এবং সাধারণ মানুষের ওপর তার কী প্রভাব পড়বে।

প্যান-আধার লিঙ্ক না থাকলে বিপদ

সবচেয়ে জরুরি সময়সীমাটি হলো পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) এবং আধার কার্ড লিঙ্ক করা। আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে ১ জানুয়ারি থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বা ‘Inoperative’ হয়ে যাবে। এর ফলে আয়কর রিটার্ন দাখিল করা, রিফান্ড পাওয়া এবং উচ্চমূল্যের আর্থিক লেনদেন করা সম্ভব হবে না। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) জানিয়েছে, নিষ্ক্রিয় প্যান কার্ড পুনরায় চালু করতে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে।

রেশন কার্ড ই-কেওয়াইসি (e-KYC)

রেশন কার্ড হোল্ডারদের জন্যও ৩১ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ তারিখ। একাধিক রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে, এই তারিখের মধ্যে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন না করলে ১ জানুয়ারি থেকে ভর্তুকিযুক্ত শস্য বা চাল-গম পাওয়া বন্ধ হয়ে যাবে। গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ভুয়ো কার্ড বাতিল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্বালানির দামে বড় স্বস্তি

নতুন বছরে সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসছে জ্বালানি ক্ষেত্র। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে সিএনজি (CNG) এবং পিএনজি (PNG)-র দাম প্রতি ইউনিটে ২-৩ টাকা কমতে পারে। ট্যারিফ জোনগুলিকে সরলীকৃত করে এখন দুটি জোনে ভাগ করা হয়েছে। এর ফলে ইউনিফাইড জোন ১-এর রেট বা দর পূর্বের ৮০ টাকা এবং ১০৭ টাকা থেকে কমে ৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, অপরিশোধিত তেলের দাম কমার কারণে এলপিজি সিলিন্ডারের দামও ৩০-৪০ টাকা কমতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

অষ্টম বেতন কমিশন ও বেতন বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২০২৬ সালটি অত্যন্ত প্রত্যাশিত। ১ জানুয়ারি, ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীদের জন্য সুখবর আনতে পারে।

এক নজরে সম্ভাব্য বেতন কাঠামো:

বিবরণ বর্তমান প্রত্যাশিত (৮ম কমিশন)
ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা ৪১,০০০ টাকা
ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ ২.২৮ – ৩.০

ব্যাঙ্কিং ও ক্রেডিট স্কোরে পরিবর্তন

ব্যাঙ্কিং সেক্টরেও আসছে নতুন নিয়ম। এখন থেকে ক্রেডিট স্কোর প্রতি মাসে আপডেট হওয়ার পরিবর্তে প্রতি ১৫ দিন অন্তর রিফ্রেশ হবে। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এটি আরও দ্রুত হয়ে প্রতি সপ্তাহে আপডেট হবে। অর্থাৎ, ঋণ পরিশোধ বা গাফিলতির তথ্য মাত্র সাত দিনের মধ্যে আপনার ক্রেডিট স্কোরে প্রতিফলিত হবে। এছাড়াও ইউপিআই (UPI) এবং ডিজিটাল পেমেন্টে জালিয়াতি রুখতে সিম কার্ডের সাথে আধার ও ব্যাঙ্ক রেকর্ডের যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।

শিক্ষাক্ষেত্রে বাধ্যতামূলক ‘APAAR’ আইডি

মহারাষ্ট্রের কমন এন্ট্রান্স টেস্ট সেল (CET) ২০২৬ সালের সমস্ত রেজিস্ট্রেশনের জন্য আধার এবং ‘APAAR ID’ (অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি) বাধ্যতামূলক করেছে। শিক্ষার্থীদের এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করার আগে ১২ সংখ্যার এই অনন্য একাডেমিক আইডি তৈরি করতে হবে।

এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকা এবং সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন