Jio মাত্র 11 টাকায় দিচ্ছে 10GB ইন্টারনেট, IPL-র বিরাট অফার মিস করবেন না

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুশির খবর, বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও তরফ থেকে মাত্র 11 টাকায় 10 জিবি ডেটা প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে।‌ যদি আপনারা প্রতিদিনের কাজকর্মে রিচার্জ প্লান অনুযায়ী দৈনিক মোবাইল ডেটা শেষ হয় যায় এবং অতিরিক্ত ডেটা প্রয়োজন হয়, তবে জিও 11 টাকায় 10 জিবি ডেটার নতুন এই প্ল্যানটি সবচেয়ে সস্তা এবং একটি ভাল বিকল্প হতে পারে। জিওর নতুন এই রিচার্জ প্ল্যানটি জিও গ্রাহকেরা বেশ পছন্দের সাথে গ্রহণ করেছেন।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

আজকের প্রতিবেদনে জিও জনপ্রিয় এই 11 টাকার রিচার্জ প্লান সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা জিও সিম কার্ড ব্যবহার করছেন তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আগ্রহী হলে রিচার্জ এর মাধ্যমে 11 টাকার 10 জিবি ডেটা প্লানটি উপভোগ করুন।

জিও 11 টাকার প্লান:

সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার প্রত্যেক পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে ওয়ার্ক ইন হোম সবকিছুতেই ইন্টারনেটের ব্যবহার হয়। সাম্প্রতিক দেশের ইন্টারনেট ব্যবস্থায় গতি আনতে টেলিকম সংস্থাগুলি 5g প্ল্যান শুরু করেছে। তবে 5g প্লান চালু হওয়ার সাথে সাথে ইন্টারনেটের গতি বৃদ্ধি পেলেও দৈনিক ইন্টারনেট দ্রুত সমাপ্তি ঘটছে ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রয়োজন থাকা সত্ত্বেও ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। তবে বর্তমানে জিও তার পোর্টফলিওতে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান 11 টাকার অফার নিয়ে এসেছেন। এই রিচার্জ প্ল্যান সেই গ্রাহকদের জন্য ভাল যার প্রতিদিনের ডেটা শেষ করে দিয়েছে এবং অতিরিক্ত ডেটার প্রয়োজন। জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 10 জিবি ডেটা পাবেন। এই ডেটা 1 ঘন্টার ভ্যালিডিটি সহ প্রদান করা হবে। যার মানে আপনার যদি প্রতিদিনের ডেটা শেষ হয়ে গিয়ে থাকে এবং ইমারজেন্সি ডেটার প্রয়োজন হয় তবে এই রিচার্জ প্ল্যান কাজে আসতে পারে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন