Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, রাজ্যে পুনরায় নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে স্টেবম্বে প্রধান বিচারক আদালত দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শুন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, মাসিক বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত
পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা:
দেশের এক রাজ্য আদালত দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ক্লার্ক পদ। নিয়োগ প্রক্রিয়ায় ক্লার্ক পদে মোট শূন্য পদের সংখ্যা ১২৯ টি।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ১৪ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন:
ক্লার্ক পদে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নুন্যতম বেতন প্রতিমাসে ২৯,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৯২,৩০০ টাকার মধ্যে প্রদান করা হবে। মাসিক বেতনের পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে বা যে কোনো বিষয়ে ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের বাণিজ্যিক সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়ার সর্বপ্রথম অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে। আবেদনের অন্তিম পর্যায়ে সমস্ত ডকুমেন্ট আপলোড দিয়ে ফাইনাল সাবমিট অপশন ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের জন্য সর্বপ্রথম লিখিত পরীক্ষা আয়োজন করা হয়েছে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
- জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
- আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড।
- জাতিগত সংশায় পত্র হিসেবে কাস্ট সার্টিফিকেট।
- শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
- আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন তারিখ:
ক্লার্ক পদে অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।