অয়েল ইন্ডিয়ায় বিপুল চাকরির প্রশিক্ষণ নিয়োগ ! সঙ্গে মাসে মাসে পাবেন বেতনও

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর রাজ্যে পুনরায় আরেকটি নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের একাধিক কাজকর্ম পরিচালনার জন্য টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা অন্তিম সময়ের পূর্বে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আরও পড়ুন:– বড় খবর! কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হতে চলেছে রাজ্যে

পদের নাম ( Apprentice Recruitment)

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।

  • টেকনিশিয়ান অ্যপ্রেন্টিস পদ।
  • ট্রেড অ্যপ্রেন্টিস পদ।
  • গ্যাজুয়েট অ্যপ্রেন্টিস পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে একাধিক টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৩৮২ টি। এরমধ্যে পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। পদ অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

বয়স সীমা:

টেকনিশিয়ান পদ গুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা SC/ST, OBC, PwBD চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বেসিক পে অনুযায়ী মাসিক বেতন রয়েছে। পদ অনুযায়ী মাসিক বেতন কত রয়েছে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন

  • টেকনিশিয়ান অ্যপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে প্রকৌশলে ডিপ্লোমা (যেমন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল) ডিগ্রি সম্পন্ন করতে হবে।
  • ট্রেড অ্যপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই (যেমন, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট) প্রকৃতি ডিগ্রী সম্পন্ন করতে হবে।
  • গ্যাজুয়েট অ্যপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের যে কোন শাখায় গ্রাজুয়েশন সম্পন্ন থাকতে হবে।

আবেদন পদ্ধতি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়ার শেষ পর্যায়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাঁছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইকরণ করা নিয়োগপত্র প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রি-এনগেজমেন্ট মেডিকেল ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক।

আবেদনের তারিখ:

আবেদন প্রক্রিয়া গত ইংরেজির ২৪ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ০৫ ঘটিকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন