আগামী ২৭ সেপ্টেম্বরে ক্লার্কশিপের পরীক্ষা নিতে উদ্যোগী WBPSC !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামী ২৭ সেপ্টেম্বরে ক্লার্কশিপের পরীক্ষা নিতে উদ্যোগী WBPSC ! অনেকে পরিক্ষাত্রী ভেবেছিলো হয়তো করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার তারিখ পিছোবে। কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। কমিশনের তরফে জানানো হয়েছে , মোট ৬৬ হাজার পরীক্ষার্থী ক্লার্কশিপের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের কথা মাথায় রেখে চলতি বছরের ২৭ শে সেপ্টেম্বরে মেইন পরীক্ষা হতে পারে। এইবার রেকর্ড সংখ্যাই চাকুরী প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় সফল হয়েছেন।

government jobs

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে প্রায় ৬ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে , তাই রাজ্য সরকার সেই শূন্যপদ তাড়াতাড়ি পূরণ করতে চাইছে। তাই ২০২০ সালের শুরুতে ক্লার্কশিপের প্রিলিমিনারী পরীক্ষা হয়েছে কিন্তু সারা বিশ্ব জুড়ে করোনা মহামারীর কারনে দেশের সব পরীক্ষার সঙ্গে এই পরীক্ষাটিও স্থগিত হয়ে গেছে। তাই প্রাথীদের কথা মাথায় রেখে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে চাইছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

গত জানুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষাতে , ক্লার্কশিপে ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় ছয় লক্ষ পরীক্ষার্থী আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় মাত্র ৬৬ হাজার পরীক্ষার্থী। এরপর উত্তীর্ণ প্রার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ের উপর ডেস্ক্রিপটিভে মেইন পরীক্ষায় বসতে হবে। তারপর চূড়ান্ত নির্বাচনের আগে কম্পিউটার টাইপিং টেস্ট করা হবে। তারপর সফল দের নিয়োগের বাকি পক্রিয়া শেষ করা হবে।

Highlights

1. আগামী ২৭ সেপ্টেম্বরে ক্লার্কশিপের পরীক্ষা নিতে উদ্যোগী WBPSC !

2. চূড়ান্ত নির্বাচনের আগে কম্পিউটার টাইপিং টেস্ট করা হবে

#WBPSC #Clerk

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন