আধা সামরিক বাহিনীতে শীগ্রই প্রচুর নিয়োগ হতে চলেছে ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আধা সামরিক বাহিনীতে শীগ্রই প্রচুর নিয়োগ হতে চলেছে। এই  নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের। আধাসামরিক বাহিনীতে খালি রয়েছে ১ লক্ষেরও বেশি পদ। অবসর গ্রহণ, পদত্যাগ বা মৃত্যুর কারণে খালি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন বর্ডার সিকিওরিটি ফোর্সে রয়েছে সব থেকে বেশি শূণ্য পদ। এছাড়াও শূণ্য পদ রয়েছে সিআরপিএফ ও সিএপিএফে।

Indian_Army in Ladakh

কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিএসএফের শূণ্য পদের সংখ্যা ২৮৯২৬। সিআরপিএফে শূণ্যপদের সংখ্যা ২৬,৫০৬। সিআইএসএফে খালি পদ রয়েছে ২৩,৯০৬টি। সশস্ত্র সীমা বলে শূণ্য পদের সংখ্যা ১৮,৬৪৩। ইন্দো টিবেটান বর্ডার পুলিশে খালি রয়েছে ৫৭৮৪টি পদ এবং অসম রাইফেলসে ৭৩২৮টি পদ খালি রয়েছে। দ্রুত পদগুলিতে নিয়োগ করতে চাইছে কেন্দ্র। এজন্য খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

আরো পড়ুন :- সীমান্তে ঠাণ্ডায় কাবু চীন সেনারা ! পাঠাতে হচ্ছে হাসপাতাল

এই মুহূর্তে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আওতায় ৩৩০টি অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট পদে ও স্টাফ সিলেকশন কমিশনের আওতায় ৬০,২১০টি কনস্টেবল পদে, ২৫৩৪টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। উলেক্ষো নন-গেজেটেড সমস্ত সরকারি চাকরির জন্য অভিন্ন একটি পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে মোদী সরকার। এখন যেমন প্রত্যেকটি চাকরির জন্য আলাদা আলাদা পরীক্ষা নিতে হয়, এরপর থেকে সেটা করতে হবে না বলেই ঘোষণা করেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের এই ঘোষণার ফলে সুবিধা হবে চাকুরীপ্রার্থীদের বলে জানানো হয়। প্রতিটি পিছিয়ে পড়া জেলায় পরীক্ষার কেন্দ্র তৈরী করা হবে বলেও জানিয়ে ছিলেন অর্থমন্ত্রী।

Highlights

1. আধা সামরিক বাহিনীতে শীগ্রই প্রচুর নিয়োগ হতে চলেছে

2. অভিন্ন একটি পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে মোদী সরকার

#BSF #CRPF #JOB #CET

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন