Bangla News Dunia, Pallab : সম্প্রতি কলকাতা মেট্রো রেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় মেট্রো রেলের সাংস্কৃতিক কোটা বিভাগে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। আর তার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা কলকাতা মেট্রোর তরফ থেকে প্রকাশিত উক্ত চাকরির বিজ্ঞপ্তির সমস্ত রকম তথ্য অতি সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
যেখানে কলকাতা মেট্রো রেলের কোন কোন পদে নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা ? বয়সসীমা ? মাসিক বেতন ? মোট শূন্যপদ ? আবেদন পদ্ধতি ? নিয়োগ পদ্ধতি ? আবেদনের শেষ তারিখ ? সহ সমস্ত রকম তথ্য উল্লেখিত রয়েছে, যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে । চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক ।
পোস্ট তারিখ | 30.12.2024 |
পদের নাম | গ্রুপ সি |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | 31.01.2025 |
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :
আমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি, ভারতীয় রেলের অন্তর্গত কলকাতা মেট্রোরেল এর তরফ থেকে।
আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল
পদের নাম (Post Name) :
কলকাতা মেট্রো তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সাংস্কৃতিক বিভাগে গ্রুপ সি পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এই পদে আবেদন করে চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
বয়সসীমা (Age Limit) :
এই গ্রুপ সি পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে যাদেরকে নিযুক্ত করা হবে, তাদের কি পরিমান মাসিক বেতন দেওয়া হবে, সেটা সমন্ধে সঠিক ভাবে কোনো উল্লেখ করা নেই।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট 2টি পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের ।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে। তারজন্য নিচে উল্লেখিত সমস্ত ধাপ অনুসরন করে আবেদন করতে হবে।
- সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
- তারপর সমস্ত তথ্য সহযোগে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- পূরণ হয়ে গেলে তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স যুক্ত করতে হবে।
- সবার শেষে সমস্ত কিছুকে একটা ঘামে ভরে সিল করে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর সেখানে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং ডেমোস্টেশনের মাধ্যমে নিয়ম করা হবে।
আবেদন মূল্য (Application Fee) :
এখানে আবেদনকারী প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। কিন্তু তার মধ্যে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 250 টাকা বিধান মূল্য নেওয়া হবে।
Important Dates:
আবেদন শুরু | 31.12.2024 |
আবেদনের শেষ তারিখ | 31.01.2025 |
আরও পড়ুন:– কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025