এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, মোট শূন্যপদ 83 টি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : সম্প্রতি Airport Authority of India এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ সহ দেশের যেকোনো জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।

আমরা এই প্রতিবেদনে এয়ারপোর্ট অথরিটি তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য যেমন- কি কি পদে নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? মাসিক কত টাকা বেতন দেওয়া হবে ? কিভাবে আবেদন করতে হবে ? আবেদনকারী প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়, আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। চলুন তাহলে সমস্ত বিষয়টা বিস্তারিত দেখে নিন।

আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !

নিয়োগকারী সংস্থা : Airport Authority of India

Job Overview for Airport Authority of India

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে মোট 3 ধরনের পদে , সেগুলি হল –

  • Junior Executive (Fire Services)
  • Junior Executive (Human Resources)
  • Junior Executive (Official Language)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উপরে উল্লেখিত প্রতিটি পদেই আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে 18.03.2025 তারিখ অনুসারে । কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 83টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে চাকরি প্রার্থীদের। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাব যে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে।

পূরণ হয়ে গেলে সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করতে হবে। দিয়ে সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

এখানে OBC, জেনারেল এবং EWS শ্রেণীর চাকরি প্রার্থীর জন্য 1000 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এছাড়া আর অন্যান্য সকল শ্রেণীর চাকরিপ্রার্থীদের কোনরকম আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু 17.02.2025
আবেদন শেষ 18.03.2025

আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন