করোনার ফলে কোন কোন খাতে চাকরী বৃদ্ধি পেয়েছে , জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বে প্রচুর মানুষের চাকরী চলে গেছে। এমনকি প্রচুর মানুষের চাকরীর কোনো নিশ্চয়তা নেই। যা যে কোনো সময় চলে যেতে পারে। কিছু কিছু ব্যবসা এই মহামারীর জেরে বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে। এই মহামারীর জেরে যেই সব ব্যবসার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তাদের মধ্যে কিছু হলো – টেক্সটাইল ব্যবসা , হোটেল ব্যবসা , পর্যটন ব্যবসা , পরিবহন ব্যবসা , শপিং মল , বিমান পরিবহন ব্যবসা। এই সকল ব্যবসার উপর করোনার প্রভাব তীব্র ভাবে পড়েছে।

যার ফলে এই সকল ব্যবসার সাথে কর্মরত প্রচুর চাকরিজীবী তাদের চাকরি হারিয়েছে। তবে এই ভাইরাসের ফলে আবার কিছু ব্যবসা ক্ষেত্রে শ্রমিকের চাহিদা ও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য হলো অনলাইন ভিত্তিক পরিষেবা। যেমন সফ্টওয়ার ইঞ্জিনিয়ার , ডেভেলপার , ডিজাইনার ইত্যাদি ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে।

এছাড়া ডেলিভারি বয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। করোনার জন্য মানুষ ঘর বন্দি। যার ফলে মানুষ তার  নিত্য প্রয়োজনীয় জিনিস অনলাইনে অর্ডার করছেন। আর এই অর্ডার ডেলিভারি করার জন্য দরকার প্রচুর ডেলিভারি বয়ের। তাই এই ক্ষেত্রে চাকরীর চাহিদা বেড়েছে।

এছাড়া লরির চালকের চাহিদা বৃদ্ধি পেয়েছে , এই প্রোফেশনে সকলে আসতে না পারলেও কিছু মানুষ এই প্রোফেশনে যুক্ত হয়েছেন। লক ডাউনের ফলে লোক ঘর বন্দি হয়ে পড়ায় তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা অনলাইনে অর্ডার করেছে। যার ফলে অনলাইন সংস্থা গুলো তাদের প্রোডাক্ট লোকের কাছে পৌঁছে দেবার জন্য বেশি পরিমানে লরির ব্যবহার করছে।

এছাড়া পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে যে হেতু পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার তাই অনেক বড় বড় সংস্থা তাদের অফিসে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করেছে। যাদের কাজ নিয়মিত অফিসের সমস্ত কিছু পরিষ্কার করা ও জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করা।

——————————————————————

আপনি কি আপনার জন্য কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান ?

তবে আজই এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।

এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি যে কোনো ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করে থাকে।

আপনার কাছে যদি এমন কোনো ব্যাক্তি থাকে যিনি ওয়েবসাইট তৈরি করাবেন বা ডিজিটাল মার্কেটিং করাবেন , তাকে আপনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার দেওয়া ওই কাস্টমার , এই সংস্থার থেকে যত টাকার সেবা নেবেন তার ৩৫ শতাংশ আপনি পাবেন ওই সংস্থার তরফ থেকে।

অথাৎ ওই ব্যাক্তি যদি ১০ হাজার টাকার সেবা নেন ওই সংস্থার থেকে তবে আপনি ৩৫০০ টাকা পেয়ে যাবেন ওই সংস্থার থেকে আপনার ব্যাঙ্কে।

তবে এবার ঘরে বসেই অর্থ উপার্জন শুরু করুন।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing )

ই-মেইল :- [email protected]

যোগাযোগ :- 8967491470

ওয়েবসাইট :- avilodm.co

Highlights:- 

১. করোনার ফলে কিছু কিছু খাতে চাকরী বৃদ্ধি পেয়েছে 

২. ডিজিটাল পরিষেবা , পরিষ্কার পরিচ্ছন্নতা , লরি চালক , ডেলিভারি বয় এই সকল খাতে চাকরি বৃদ্ধি পেয়েছে। 

#corona #job #digitalmarketing #avilodigitalmarketing 

Bangla news dunia Desk

মন্তব্য করুন