Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হটস্পট ! সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে পাবলিক ওয়াই-ফাই অ্যাক্সেস ইন্টারফেস প্রজেক্ট। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ২ কোটিরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি করবে। ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের প্রেসিডেন্ট টিভি রামচন্দ্রন বলেন , একদম কম টাকা ব্যয়ে পাবলিক ফোন সংযোগের অ্যাক্সেস ও পাশাপাশি কয়েক লক্ষ পাবলিক ওয়াই-ফাই মডেল বসানোর ফলে দেশে ২ কোটির বেশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার গোটা দেশ ব্যাপী কয়েক কোটি পাবলিক ওয়াই ফাই হটস্পট বসানোর অনুমতি কিছু দিন আগেই দিয়েছে। তাই ২০২২ সালের মধ্যে এই প্রকল্প পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্র সরকার। কিন্তু বর্তমানে পাবলিক ওয়াই ফাই এর সংখ্যাটি খুব বেশি হলে সাড়ে ৩ লক্ষ। প্রধানমন্ত্রী ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস বিশেষ এই প্রকল্পে খুব বেশি সংখ্যক পাবলিক ওয়াই ফাই হটস্পট বসলে , দেশের সব জায়গা থেকেই খুব কম খরচে ইন্টারনেট ব্যবহার অনেক সহজ হয়ে যাবে। আগামী দিনে সর্বভারতীয় স্তরে এই বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক বেশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনা থাকছে।
আরো পড়ুন :- মেধার ভিত্তিতে নিয়োগ হবে কলকাতা পৌরসভায় ! নিয়মে বড়সড় পরিবর্তন
ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের প্রেসিডেন্ট রামচন্দ্রন বলেন, মোবাইলে ডেটা খরচ ক্রমশ বেড়েই চলেছে। অদূর ভবিষ্যতে আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিন্তু পাবলিক ওয়াই ফাই হটস্পটগুলি মানুষের খরচ বাঁচাতে অনেক সুবিধা দেবে। তাই অনেকটাই সাশ্রয়কর হয়ে উঠবে ইন্টারনেট ব্যবহার।
Highlights
1. কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হটস্পট !
2. অনেকটাই সাশ্রয়কর হয়ে উঠবে ইন্টারনেট ব্যবহার
#হটস্পট #JOB