কর্মসংস্থান নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কর্মসংস্থান নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। এই অনুষ্ঠান থেকেই কর্মসংস্থান বিষয়ে নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী। তার সাফ বক্তব্য,  সবাই ভালো করে পড়াশোনা করুক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। তিনি জোরালো দাবি করেন, পশ্চিমবাংলায় ৪০ শতাংশ বেকারত্ব হার কমেছে।

তিনি আরো বলেন কর্মসংস্থানের খতিয়ান ধরে , ছোট শিল্পে ১ কোটিরও বেশি মানুষকে চাকরি দিয়েছে তার সরকার। রাজ্যে  ৬৫টি ইন্ডিস্ট্রিয়াল পার্কে ক্লাস্টার তৈরি হয়েছে। রাজারহাটে তৈরি হচ্ছে অত্যাধুনিক সিলিকন হাব। বানতলায় এশিয়ার বৃহৎ লেদার কমপ্লেক্সেও প্রচুর কর্মসংস্থান হবে। ৫ লক্ষ মানুষ সেখানে চাকরি পাবে বলে দাবি করেন মমতা ব্যানার্জী। হাওড়াতেও ছোট শিল্পের হাব তৈরি হয়েছে যেখানে হবে ২ লক্ষ মানুষের কর্মসংস্থান। দীঘা জিওর নতুন হাবেও কর্মসংস্থান হবে।

১০০ দিনের কাজ

যদিও প্রকৃত ছবি বলছে রাজ্যের চাকরি পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়। কিছু দিন আগেই রাজ্যের বন সহায়কের শূন্যপদ ছিল মাত্র ২ হাজার। অষ্টম শ্রেণি যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন জমা পড়েছে ২০ লক্ষ। তাদের মধ্যে বড়ো অংশ এম.এ, এম.এস.সি, পিএইচডি এর মত উচ্চশিক্ষিত বেকার যুবক। জানা  অতি কষ্টে ৪৫ টি বিশাল বস্তায় ভরা হয়েছে এই সব আবেদন পত্র গুলি । এগুলি এবার স্ক্রুটিনি করে দেখা হবে।

বনদপ্তর জানাচ্ছে দিনপ্রতি ১০০ টি করে ইন্টারভিউ নিলেও চাকরির প্রক্রিয়া শেষ করতে যে কত সময় লাগবে তা স্পষ্ট বলা যাচ্ছে না।  সিভিক পুলিশের মত চুক্তি ভিত্তিক এই চাকরির আবেদনের শেষ তারিখ ছিল ৬ আগস্ট ২০২০, বনদপ্তরে চুক্তিতে হবে নিয়োগ।

Highlights

1. কর্মসংস্থান নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী !

2. বনদপ্তরে চুক্তিতে হবে নিয়োগ

#JOB #Bengal

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন