কলকাতা জব ফেয়ার মেলায় আবেদন প্রক্রিয়া শুরু ! উচ্চমাধ্যমিক পাস হলে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia , Pallab : রাজ্যের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য বেরিয়ে এলো এক দারুন খবর। কারণ এরাজ্যে খুব শীঘ্রই বসতে চলেছে চাকরির মেলা। এই মেলাটি বসবে City of Joy অর্থাৎ কলকাতা শহরের বুকে আগামী জানুয়ারি মাসে। আর যার জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে গিয়েছে ।

আপনারা যারা কোন ভাল চাকরির খোঁজ করছিলেন এতদিন ধরে, তাদের জন্য এই চাকরির মেলা বা Job Fair টি একটি সুবর্ণ সুযোগ হয়ে আসতে পারে। সুতরাং সুযোগ থাকে কখনোই হাতছাড়া করবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন।

আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের কথা মাথায় রেখে আজকে আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ চাকরির মেলা বা West Bengal Job Fair 2025 সমন্ধে সমস্ত রকম তথ্য আমাদের আজকের এই প্রতিবেদনে আলোচনা করেছি। সুতরাং কখনোই এই প্রতিবেদনটা না পড়ে যাওয়া আপনাদের উচিত নয়। তাহলে এবার দেখে নেওয়া যাক সমস্ত রকম বিষয়টা এই মেলা সমন্ধে। চলুন শুরু করি –

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

West Bengal Job Fair 2025 :

কলকাতা শহরের বুকে আয়োজিত 2025 সালের যে চাকরির মেলাতেই বকতে চলেছে, সেটির আয়োজক সংস্থা হল WBMDFC সংস্থা। এই চাকরির মেলায় থাকছে প্রায় 30 টিরও নামিদামি সমস্ত কোম্পানি। এখানে অভিজ্ঞ এবং ফ্রেশার দুই ধরনের চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই মেলাতে বেছে নেওয়া হয়ে থাকে আবেদনকারী প্রার্থীদের।

এবার আপনারা জানবেন এই জব ফেয়ার বা চাকরির মেলায় অংশগ্রহণ করতে কি কি যোগ্যতা প্রয়োজন ? আবেদন পদ্ধতি কি রকম রয়েছে ? মেলাটি কোথায় আয়োজিত হতে চলেছে ? কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন এখানে আবেদন করার জন্য ? কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন জানাতে পারবেন ? ইত্যাদি সমস্ত রকম বিষয় ।

আবেদন শুরু (Application Start) :

এখানে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে গত 09.12.2024 তারিখ থেকে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

পশ্চিমবঙ্গ চাকরির মেলা 2025 এ আবেদন করার জন্য বিশেষ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যেকোনো পেশাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন। এছাড়া, ফিচারদের ক্ষেত্রেও এখানে রয়েছে একটি সুবর্ণ সুযোগ আবেদনের।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে অর্থাৎ এই চাকরির মেলায় আবেদন গ্রহণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন নিয়োগের অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। তার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে হবে সবার আগে । তারপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে Apply for Milan Utsav 2025 এ। ওখানে ক্লিক করলে এই পরের পেজে আপনারা দেখতে পাবেন Apply for Job Fair 2025 বাটন।

যেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেটাকে নিজের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানেই আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলেই আপনারা সেটিকে সাবমিট করে দিতে পারবেন। সাবমিট করলেন মানেই আপনার আবেদনটি ওখানে সম্পূর্ণ হলো।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এই চাকরির মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নিম্নে উল্লেখিত সমস্ত রকম নথিগুলির প্রয়োজন পড়বে –

  1. আবেদনকারীর আধার কার্ড
  2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট এবং সার্টিফিকেট
    3.স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র
    4.চাকরি প্রার্থীর বায়োডাটা
    5.পাসপোর্ট সাইজের ছবি
    6.মোবাইল নম্বর
    7.ইমেইল আইডি ইত্যাদি

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে অর্থাৎ এই চাকরি মেলাতে আবেদন জানাতে পারবে চাকরি প্রার্থীরা আগামী 20.12.2024 তারিখ পর্যন্ত ।

চাকরির মেলার তারিখ (Job Fair Date) :

কলকাতা শহরের বুকে এই চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে আগামী 02.01.2025 তারিখ থেকে 07.01.2025 তারিখ পর্যন্ত ।

পশ্চিমবঙ্গ চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে :

WBMDFC এর তরফ থেকে যে চাকরির মেলার আয়োজন করা হয়েছে আমাদের এ রাজ্যে, এটি অনুষ্ঠিত হবে কলকাতা শহরের বুকে কলকাতা ময়দানে, পার্ক সার্কাসের নিকটে। #End

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন