Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কলকাতা পুলিশের শীঘ্রই মোট ২২৯৮টি শূন্যপদে নিয়োগ ! ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। খুব শীঘ্রই বড় রকমের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলছে রাজ্য। কলকাতা পুলিসে বিভিন্ন পদে মোট ২২৯৮টি শূন্যপদে নিয়োগ করার অনুমোদন দিয়েছে নবান্ন। পুলিসের গ্রুপ বি এবং সি-র বিভিন্ন পদে ৪৫৯৭টি-র মধ্যে ২২৯৮টি পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে কলকাতা পুলিসকে চিঠি দিয়ে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হচ্ছে।
এই শূন্যপদগুলোর মধ্যে সাব-ইন্সপেক্টরের ১৮৫, মহিলা সাব-ইন্সপেক্টরের ২৫টি, সার্জেন্টের ১২৫টি, কনস্টেবলের ১৫০০টি, মহিলা কনস্টেবলের ২৮৫টি ও ১৭৫টি গাড়ি চালকের পদ আছে।
শিক্ষাগত যোগ্যতা —
পুলিশের সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে চাকরিতে আবেদনের জন্য নূন্যতম স্নাতক হওয়া আবশ্যক। কনস্টেবল নিয়োগের জন্য নূন্যতম যোগ্যতা থাকে মাধ্যমিক। গাড়ি চালকের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতা মূলক।
পরীক্ষার নিয়ম —
পুলিশের সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে দুশো নম্বরের লিখিত অবজেকটিভ পরীক্ষা নেওয়া হয়। এখানে সফল হলে, প্রার্থীদের দৌড় ও শারীরিক মাপজোকের পরীক্ষা নেওয়া হয়। সেখানেও সফল হলে, বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হয়। যেখানে ভাষা, গণিত, জেনারেল নলেজ ও ইন্টেলিজেন্স-এর লিখিত পরীক্ষা নেওয়া হয়, যেখানে প্রতি পেপারে ১০০ নম্বর করে থাকে। সবশেষে নেওয়া হয় ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ নম্বর ৩০।
কনস্টেবল ক্ষেত্রে প্রথমে ১০০ নম্বরের প্রিলি পরীক্ষা তারপর পাস করলে প্রার্থীদের দৌড় ও শারীরিক মাপজোকের পরীক্ষা নেওয়া হয়। তারপর বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষায় ৮৫ নম্বর ও ইন্টারভিউতে ১৫ নম্বর থাকে।
বয়স —
প্রতি ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৭ বছর হয়ে থাকে। তফসিলি জাতি ও উপজাতিদের বিশেষ ছাড় থাকে।
এছাড়াও এবছরের শেষ রাজ্য পুলিশ কনস্টবল ও আফ্গারি পুলিশে এএসআই নিয়োগ হবে বলে জানা গেছে। প্রতিটি পদের জন্য সম্পূর্ণ বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ হবে।
Highlights
1. কলকাতা পুলিশের শীঘ্রই মোট ২২৯৮টি শূন্যপদে নিয়োগ !
2. প্রতিটি পদের জন্য সম্পূর্ণ বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ হবে
#KP #WBP