কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

kalyani-aiims-infrastructure

Bangla News Dunia,  Pallab : নদীয়ার কল্যাণী এমস এর তরফ থেকে প্রকাশিত হল নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে AIIMS এ গেস্ট ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগ করা হবে।

এই চাকরিতে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, মোট শূন্যপদ কত, মাসিক বেতন কত পাওয়া যাবে , আবেদনের শেষ তারিখ কবে এই সমস্ত তথ্য নিচে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাই যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নীচের তথ্যগুলি পড়ে আবেদন জানাতে পারেন।

আরো পড়ুন :- পর্ন স্টারকে ঘুষ ! ট্রাম্পকে রেহাই দিল না আদালত

পদের নাম গেস্ট ফ্যাকাল্টি
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
বেতন কাঠামো ৩০০০০ টাকা
আবেদন পদ্ধতি ইমেইল
আবেদনের শেষ তারিখ 27.12.2024

Read More: ১৩ হাজার শূন্যপদে স্টেট ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ

বিজ্ঞাপন নাম্বার : AIIMS/KALYANi,/CON7’Guest Faculty/1746

পদের নাম (Post Name of Kalyani AIIMS) :

কল্যাণী এমসের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী গেস্ট ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট কতগুলি শূন্যপদ (How many vacancies are there in Kalyani AIIMS) :

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুজন প্রার্থীকে নিয়োগ করা হবে ।

বেতন কাঠামো (Monthly Salary) :

প্রতি মাসে 30,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনকারীর বয়সসীমা (Age Limit) :

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮ বছর থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে তাহলে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আরো পড়ুন :- নাড্ডার উত্তরসূরি কে? ফেব্রুয়ারিতেই চমক বিজেপির

আবেদন পদ্ধতি (Application Procedure):

প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে না। আবেদনের জন্য প্রার্থীদের নিচের দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরমটিকে ডাউনলোড করে নিতে হবে।

তারপর সেই ফর্মটি সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস অর্থাৎ আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র, জাতিগত সংসপত্র, কম্পিউটার সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স ইত্যাদি যুক্ত করে মোবাইলেতে ছবি তুলে পিডিএফ আকারে করতে হবে। তারপর ওই pdf টি আপনার নাম এবং বাসস্থান সহ নিচের দেওয়া ইমেইল আইডি তে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ইমেইল আইডি : [email protected]

ইন্টারভিউ এর তারিখ এবং সময়:

28.01.2025 তারিখ সকাল 11 টার মধ্যে কল্যাণী এমস এ উপস্থিত হতে হবে। 11 টার পরে প্রার্থী গেলে তাকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। #End

আরো পড়ুন :- ব্যাংক অ্যাকাউন্ট তো খুলেছেন, ডিম্যাট অ্যাকাউন্ট খুললে পাবেন এই ১০টি সুবিধা

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন