Bangla News Dunia, Pallab : কানাড়া ব্যাঙ্ক এর তরফ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্নাতক পাস যোগ্যতায় মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী।
এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন, ঠিক কিভাবে এই কানাড়া ব্যাংকে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আবেদন করবেন ? শিক্ষাগত যোগ্যতা ? মাসিক বেতন ? মোট শূন্যপদ ? আবেদনকারীর বয়স ? নিয়োগ পদ্ধতি ? ইত্যাদি। সুতরাং দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটা পড়বেন।
নিয়োগকারী সংস্থা | কানাড়া ব্যাঙ্ক |
পোস্ট তারিখ | 06.01.2025 |
কতগুলি পদ | 22 ধরনের পদ |
শিক্ষাগত যোগ্যতা | বিভিন্ন |
মোট শূন্যপদ | 60 টি |
আবেদনের শেষ তারিখ | 24.01.2025 |
নিয়োগকারী সংস্থা (Selection Process) :
আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা, সেটি প্রকাশিত হয়েছে কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে।
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
পদের নাম (Post Name) :
চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 22 ধরনের পদে। সেগুলি হল –
- Application Developers
- Cloud Administrator
- Cloud Security analyst
- Data Analyst
- Database Administrator
- Data Engineer
- Data Mining Expert
- Data Scientist
- Ethical Hacker and Penetration Tester
- ETL
- GRC Analyst
- Information Security Analyst
- Network Administrator
- Network Security Analyst
- Official API Management
- Official Database
- Official Digital Banking and Emerging Payments
- Platform Administrator
- Private Cloud and VM Ware Administrator
- SOC
- Solution Architect
- System Administrator
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে ন্যূনতম গ্রাজুয়েশন পাস থেকে এখানে কিছু পদে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 60টি এমপ্লয়ী নিয়োগ করছে কানাড়া ব্যাঙ্ক।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 01.12.2024 তারিখের হিসেবে সর্বোচ্চ 35 বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবেন, তাদেরকে প্রতি মাসে 1,80,000 টাকা থেকে 2,70,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের চলে যেতে হবে Canara Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস্ থাকতে হবে , সেগুলি হলো –
- জন্ম তারিখের প্রমাণপত্র
- আইডি প্রুভ
- জাতি শংসাপত্র
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 24.01.2025 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025