কৃষি দপ্তরে ফ্রী চাকরির ট্রেনিং ! সঙ্গে মাসে মাসে পাবেন 6000 টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : ভারতের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। কৃষকদের ফলানো ফসলের দ্বারা আমাদের ভরণ পোষণ হয়ে থাকে। পূর্ব রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন ‘যতদিন না ভারতের যুবসমাজ গ্রামের চাষাবাদ কে ভালবেসে গ্রামে ফিরে আসছে ততদিন ভারতের উন্নতি সম্ভব নয়’। তাই বর্তমান ভারত সরকার দেশের যুব সমাজকে কৃষিকাজের প্রতি আকৃষ্ট করতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম হলো কৃষি শিক্ষার ইন্টার্নশিপ ট্রেনিং।

কৃষি এবং শিক্ষার উন্নয়নে ইন্ডিয়ান পটাশ লিমিটেড (IPL) এবং ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল (NPC) এর যৌথ উদ্যোগে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। যার নাম হল ICRO অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রাম। কয়েক মাস ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে এই ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ চলাকালীন ৬০০০ টাকার স্টাইপেন্ড প্রদান করা হবে। অংশগ্রহণকারী প্রার্থীদের সরাসরি মাঠে নেমে ট্রেনিং প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে ইন্টার্নশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

আরও পড়ুন:– সরকারের নতুন প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা। সব ছেলেমেয়েরা পাবেন। কিভাবে আবেদন জানাবেন? দেখুন

ইন্টার্নশিপের বৈশিষ্ট্য: –

ভারত সরকারের তরফে অনুষ্ঠিত ICRO অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য হল, দেশের কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপন করা। বর্তমানে ভারত সরকারের একাধিক কল্যাণ প্রকল্প সম্পর্কে কৃষকদের সচেতনতার অভাব রয়েছে, যার ফলে কৃষকেরা কৃষি ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির একাধিক পন্থা জানতে পারবে। এই প্রকল্পে অংশগ্রহণকারী প্রার্থীদের সরাসরি কৃষকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি সেগুলো google ফর্মের মাধ্যমে ইন্ডিয়ান পটাশ লিমিটেড (IPL) এর সাইটে আপলোড করতে হচ্ছে। এই কাজের জন্য ইন্টার্নশিপে অংশগ্রহণকারী প্রার্থীরা পারিশ্রমিক হিসেবে পেয়ে যাচ্ছেন ৬০০০ টাকা স্টাইপেন্ড।

কৃষক এবং পড়ুয়াদের কর্মশালা: –

সাম্প্রতিক পুরুলিয়ার সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃষকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালায় ৫০ জন কৃষক এবং ৫০ জন ইন্টার্নশিপ অংশগ্রহণ করেছিলেন। ইন্টার্নশিপে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে। এগ্রিকালচার স্কিমের মাধ্যমে দেশের ছোট এবং মাঝারি কৃষকদের মাঝে প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে।

সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান সুব্রত রাহা গণমাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেহেতু জেলার বিভিন্ন ব্লকে গিয়ে কৃষকদের থেকে সরাসরি তথ্য সংগ্রহ করছেন। এই তথ্য গুলি সংগ্রহের পাশাপাশি তারা কৃষকদের সরকারি বিভিন্ন স্কিমের বিষয়ে তথ্য প্রদান করছে। এতে পড়ুয়াদের প্রাকটিক্যাল কাজের দক্ষতা বৃদ্ধির পাবে যা আগামীতে কৃষকদের বৈজ্ঞানিক ভিত্তিক চাষাবাদে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন