কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ! ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারের গ্রেড টু ও এক্সেকিউটিভ পদে ২০০০ নিয়োগ হতে চলছে। আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হলেই চলবে। তবে কম্পিউটারে কিছু জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

job

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে পরের বছর ১৮ থেকে ২৭ বছর। তপশিলি জাতির ক্ষেত্রে ৫ বছর, ওবিসিদের ৩ বছর ছাড়া পাওয়া যাবে।

লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে ১০০ নম্বরের পরীক্ষা। সেখানে অবজেক্টিভ প্রশ্ন থাকবে। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংরেজি ভাষা ও জেনারেল স্টাডিজ এই সব বিষয় থাকবে। তা ছাড়া ভুল উত্তরে নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষার দ্বিতীয় পর্যায় ৫০ নম্বরের পরীক্ষা হবে। এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। বিষয় প্রবন্ধ লেখা -৩০ ,  ইংরেজি কম্প্রিহেনশন – ২০ নম্বর ।

আরো পড়ুন :- কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হটস্পট ! নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

 www.mha.gov.inwww.ncs.gov.in ওয়েবসাইটে গিয়ে ফিলাপ করে সাবমিট করলে আবেদনপত্র জমা পড়ে যাবে। পরীক্ষার ফি ১০০ টাকা। রিকুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ ৫০০ টাকা দিতে হবে। আবেদনের জন্য ৯ই  জানুয়ারির মধ্যে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।  ১২ জানুয়ারির মধ্যে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাংকিংয়ের মাধ্যনে টাকা জমা দেওয়া যাবে।

Highlights

1. কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

2. www.mha.gov.inwww.ncs.gov.in

#IB #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন