কোনো কাজ না করেই বেতন লক্ষাধিক টাকা , জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোনো কাজ না করেই বেতন লক্ষাধিক টাকা। যদি কেউ আপনাকে হঠাৎ বলে দেয়  কোনো কাজ না করার জন্য কেউ আপনাকে দৈনিক একটি স্থায়ী বেতনের ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে নিশ্চয়ই আপনি খুশিতে আত্মহারা হয়ে পড়বেন ? হ্যাঁ উদ্ভট মনে হলেও এটাই একেবারে সত্যি। বিশেষ কয়েকটি ইংরেজী সংবাদ মাধ্যম থেকে সূত্র মারফত জানা গেছে যে, জার্মানিতে একটি বিশ্ববিদ্যালয়ে তরফ থেকে বলা হচ্ছে যে , সেই চাকরিতে আবেদনকারীদের কোন কিছু কাজ না করার জন্য সেখানে মাইনে দেওয়া হবে। তাও আবার টাকা দেখলে আঁতকে উঠবেন ১.৪১ লক্ষ।

job

জার্মানির হামবর্গ বিশ্ববিদ্যালয় এবার অলস ভাতা দেবার পরিকল্পনা শুরু করেছে। কোন কিছু সাধারণ কাজ না করে শুধুমাত্র বসে থাকার জন্য আবেদনকারী ব্যাক্তিকে দেয়া হবে তাদের দেশের মুদ্রায় ১,৬০০ উইরো। যা কিনা আমাদের দেশের মুদ্রায় দাঁড়ায় ১.৪১ লক্ষ টাকা। যা সত্যি বিশ্চয়কর। এই অদ্ভুত চাকরিতে যখন আপনি আবেদন করবেন তখন জানতে চাওয়া হবে কতক্ষন আপনি কাজ করবেন না। আপনি কেন মনে করেন কাজ করার কোনো দরকার নেই। এগুলি হবে ইন্টারভিউ প্রশ্ন।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়টি বিশেষ বিষয়ের উপর কাজ করছে। যেখানে তারা মানুষের কাজের প্রতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয় তার উপর বেশি জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানান হয়েছে আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে। অদ্ভুত চাকরিতে যেতে পারেন আপনিও।

Highlights 

1. কোনো কাজ না করেই বেতন লক্ষাধিক টাকা

2. অদ্ভুত চাকরিতে যেতে পারেন আপনিও

#JOB #Lazy

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন