গরিব কল্যাণ রোজগার অভিযানের রূপরেখা , দেখে নিন ‌একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গরিব কল্যাণ অভিযানের নতুন রূপরেখা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বিষয়টি প্রাথমিক মুখবন্ধ প্রকাশ করেন। তবে ২০ জুন এই প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একনজরে দেখে নিন, কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী—

১. তিনি জানিয়েছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরেছেন, তাঁদের অবিলম্বে কাজ দেওয়ার লক্ষ নিয়ে এই প্রকল্প শুরু করা হচ্ছে।

২. আপাতত ১২৫ দিনের জন্য কাজে নেওয়া হবে।

৩. পরিযায়ী শ্রমিকদের দিয়ে এমন কাজ করানো হবে, যাতে স্থায়ী জিনিস তৈরি হয়। যেমন রাস্তা, বাড়ি, বা সরকারি কোনও স্থায়ী সম্পত্তি।

৪. অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের মোট ১১৬টি জেলা থেকে মূলত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন দেশে গিয়েছেন। সেই জেলাগুলি রয়েছে ৬ রাজ্যে।

unemployment

৫. আপাতত ২৫ হাজার পরিযায়ী শ্রমিকদের এই বিষয়ে বেছে নেওয়া হয়েছে।

৬. সরকারের আলাদা আলাদা ২৫টি প্রকল্প এই গরিব কল্যাণ যোজনার ছাতার তলায় নিয়ে আসা হয়েছে।

৭. এক্ষেত্রে একসঙ্গে কাজ করবে মোট ১২ টি মন্ত্রক।

৮. এর ফলে দেশে প্রায় ৫০ হাজার কোটি টাকার আর্থিক  উন্নতি সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

৯. নির্মলা সীতারামন জানিয়েছেন, বাড়ি ফেরা শ্রমিকদের হাতে কাজ দিতে ও তাঁদের উপার্জনের সুরাহা করতেই সরকার এই ব্যবস্থা করেছে।

সর্বোপরি সমগ্র পরিকল্পনা বাস্তবায়িত করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার।

Highlights

1. বাড়ি ফেরা শ্রমিকদের হাতে কাজ দিতে ও তাঁদের উপার্জনের সুরাহা করতেই সরকার এই ব্যবস্থা করেছে

2. গরিব কল্যাণ অভিযানের নতুন রূপরেখা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

# Employment # Labour

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন