Bangla News Dunia, Pallab : দেশের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি সুখবর। কেননা সম্প্রতি Indian Farmers Fertilizer Cooperative Limited তথা IFFCO এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় অ্যাকাউন্টেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে।
এখানে আবেদন জানানো যাবে পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য চাকরি প্রার্থীতে বটেই এর পাশাপাশি অন্যান্য সকল রাজ্য থেকেই যোগ্য চাকরিপ্রার্থীদের। আমরা এখানে IFFCO এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। যেটা মনোযোগ সহকারে পড়ে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনের কোথাও বাদ দিয়ে পড়বেন না না হলে হয়তো আবেদন করতে গিয়ে নানা রকম সমস্যা সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি
নিয়োগকারী সংস্থা : Indian Farmers Fertilizer Cooperative Limited
Job Criteria for IFFCO
পদের নাম (Post Name) :
IFFCO এর তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে Trainee (Accounts) এবং Accounts Officer পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লেখিত পদ গুলোতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নূন্যতম 60% নম্বর নিয়ে স্নাতক পাস্ থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে CA কিংবা ইন্টারমিডিয়েট কাজের দক্ষতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন : অজানা ভাইরাসে মৃত্যু হাজার হাজার মুরগির, সতর্কতা জারি কেন্দ্রের !
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 40,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট কতগুলি পদে নিয়োগ করা হচ্ছে কর্মী সেটার সঠিক উল্লেখ করা নেই।
আবেদন পদ্ধতি (Application Process) :
প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে আপলোড করে দিতে হবে। তারপর শেষ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে প্রয়োজন পরবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- জাতি শংসাপত্র
- গ্রাজুয়েশনের মার্কশিট
- সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- কাজের অভিজ্ঞতার শংসাপত্র
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি ইত্যাদি ।
গুরুত্বপূর্ণ তারিখ
পোস্ট তারিখ | চলতি ফেব্রুয়ারি মাসে |
আবেদনের শেষ তারিখ | 15.02.2025 |
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !