গ্রাজুয়েশন পাশে সহকারী অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, দেখুন সম্পূর্ন বিজ্ঞপ্তি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia , Pallab : NIACL এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি । যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রাজুয়েশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এখানে তাদের চাকরির জন্য আবেদন করতে পারেন। এখানে নিযুক্ত প্রার্থীদের মাসিকও দেওয়া হবে বেশ মোটা অংকের।

আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !

এখানে আবেদন জানাতে পারবে রাজ্যের এবং দেশের যে কোন জায়গা থেকে যোগ্য চাকরি প্রার্থী। আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বাংলায় আলোচনা করেছি, এটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের অনেক সাহায্য করবে।

Opening Date 17.12.2024
Closing Date 01.01.2025
পদের নাম সহকারি অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ 500টি
আবেদন পদ্ধতি অনলাইন

পদের নাম (Post Name) :

NIACL এর তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে সহকারি অ্যাসিস্ট্যান্ট পদে ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই সহকারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী প্রার্থীদের দেশের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট পাস হতে হবে এবং যে রাজ্যের জন্য চাকরিপ্রার্থী আবেদন জানাবেন, সেই রাজ্যের মাতৃভাষা জানতে, বুঝতে, লিখতে এবং বলতে জানতে হবে।

বয়স (Age) :

এই সহকারি অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে 01.12.2024 তারিখের হিসেবে । কিন্তু অবশ্যই অন্যান্য সকল সরকারি চাকরির নিয়ম এর ধারা বজায় রেখে, এখানেও সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত প্রার্থীর আবেদন জানাবেন তারা নির্দিষ্ট নিয়মানুসারে বয়সের ছাড় পাবে

মোট শূন্যপদ (Total Vacancy) :

NIACL এর তরফ থেকে মোট 500টি শূন্যপদে সহকারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে।

আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে। তার জন্য চাকরি প্রার্থীদের সবার প্রথমেই চলে যেতে হবে NIACL এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন শেষ করতে হবে প্রথমেই। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটা দিয়ে লগইন করে নিতে হবে।

লগইন করে নেওয়ার পর যে পেজটি খুলবেই সেখানে আপনারা দেখতে পাবেন, একটা অ্যাপ্লিকেশন ফর্ম। সেটাকে সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য দিয়ে কোনরকম ভুলভ্রান্তি না করে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে এরা উত্তীর্ণ হবেন তাদেরকে পরবর্তীকালে ডকুমেন্টস্ ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়ম করা হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

এখানে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে আগামী 17.12.2024 থেকে 01.01.2025 তারিখ পর্যন্ত। #End

আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন