গ্রাজুয়েশন পাশে HDFC ব্যাংকে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : রাজ্যের HDFC ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হয়েছে, নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি । যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে স্নাতক পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে রাজ্যের 23টি রাজ্য থেকে যেকোনো উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থী। আজকে “Sarkari Chakri” এর এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো । যেটা আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে।

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি, সেটা প্রকাশিত হয়েছে HDFC ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

পোস্ট তারিখ (Post Date) :

উল্লেখিত এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 30.12.2024 তারিখে।

পদের নাম (Post Name) :

HDFC ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Relationship Manager পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের Selling বিষয় নিয়ে স্নাতক পাস থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 3,00,000 টাকা থেকে 12,00,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট কতগুলি শূন্যপদে এই পদে HDFC নিয়োগ করছে, সেটা সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই।

আবেদন পদ্ধতি (Application Process for HDFC Bank) :

এখানে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে। তার জন্য চাকরিপ্রার্থীদের HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান গিয়ে Recruitment অপশনে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর জরুরী সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর পরের পেজে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ে মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

এখানে আবেদন করতে হলে সমস্ত ধরনের প্রার্থীদের জন্য 479 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ(Last Date of Apply) :

চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 07.02.2025 তারিখ পর্যন্ত ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন