ঘরে বসে চাকরির প্রস্তুতি নেওয়ার কিছু পদ্ধতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঘরে বসে চাকরির প্রস্তুতি নেওয়ার কিছু পদ্ধতি। আমাদের অনেকের জীবনেরই একটা লক্ষ্য থাকে একটা ভালো সরকারি চাকরি। সুরক্ষিত চাকরি, সরকারি সুযোগ সুবিধে, ভালো মাইনে, সামাজিক মর্যাদা ইত্যাদি বিভিন্ন কারনে মানুষ সরকারি চাকরির প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সরকারি চাকরি চাওয়ার পেছনে কারন যাই থাকে না কেন পাওয়ার জন্য রয়েছে বিভিন্ন পরীক্ষা। আজকের আলোচনার বিষয় হলো ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পদ্ধতি।

সরকারি চাকরির পরীক্ষা বিভিন্ন ধরনের হয় এবং তার যোগ্যতা ও প্রশ্ন নানান ধরনের হয়ে থাকে। তাই প্রস্তুতি শুরুর আগে আপনার যোগ্যতায় আপনি কোন কোন পরীক্ষার যোগ্য সেটা ভালো মতন দেখে নিন।

যোগ্যতা —

বিভিন্ন চাকরির পরীক্ষায় ক্লাস ৮ পাস থেকে শুরু করে ১০ম পাস , ১২ পাস বা স্নাতক এই ধরনের বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়। তবে স্নাতক যোগ্যতা থাকলে আপনি অধিকাংশ পরীক্ষার জন্য যোগ্য। প্রতিরক্ষা বিভাগের বা পলিশের বিভিন্ন চাকরিতে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু শারীরিক সুস্থতার পরীক্ষাও দিতে হয়। কোন পরীক্ষায় কি কি যোগ্যতা প্রয়োজন তা সেই পরীক্ষার বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে।

higher secondari board exam

কি করে খোঁজ পাবো —

বর্তমানের ইন্টারনেটের যুগে এটা খুব একটা মুশকিল কাজ না। প্রায় সমস্ত চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি সেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ করা হয়, সেখান থেকেই যেকোনো নতুন বিজ্ঞপ্তির খবর মিলবে। এছাড়া সরকারি চাকরির খোঁজ দেওয়ার জন্য বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা রয়েছে সেখান থেকেও খবর পাওয়া যায়।

বর্তমানে চাকরির খোঁজ দেওয়ার জন্য অনেক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও যেকোনো নতুন চাকরির পরীক্ষার খবর পাওয়া যায়। তবে তথ্যের সত্যতা যাচাই করতে সেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্যটি যাচাই করে নেওয়া উচিত।

কি করে প্রস্তুতি নেবো —

সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে প্রয়োজন সঠিক পথে কঠোর পরিশ্রম ও ধৈর্য। সরকারি চাকরিতে পদ সীমিত ও পরীক্ষার্থী সংখ্যা প্রচুর, তাই স্বাভাবিক ভাবেই কঠিন প্রতিযোগিতা রয়েছে। তবে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সফলতা অসম্ভব নয়।

job

১.  প্রথমেই দেখতে হবে কোন পরীক্ষার প্রস্তুতি নিতে চাও। বিভিন্ন ধরনের চাকরির আলাদা আলাদা পরীক্ষা হয়ে থাকে।

২.  এরপর সেই নির্দিষ্ট পরীক্ষার সিলেবাসে কি কি বিষয় রয়েছে সেগুলো নোট করে নিতে হবে।

৩. বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে ও তার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তা জানার জন্য ইন্টারনেটে ওই বিষয়গুলি সম্পর্কে লেখা দেখতে পারেন বা ভিডিওর সাহায্য নিতে পারেন। যদি মনেহয় তবে বাজার থেকে কিছু বই এনেও দেখা যেতে পারে।

৪. একবার ধারণা নেওয়া হয়ে গেলে এবার প্রয়োজন নির্দিষ্ট লক্ষ্যের জন্য নিয়মিত ও সঠিক পদ্ধতিতে অনুশীলন শুরু করা।

বর্তমানে তীব্র প্রতিযোগিতার যুগে কঠোর পরিশ্রম ও ধৈর্য সাফল্য এনে দিতে পারে।

Highlights

1.  ঘরে বসে চাকরির প্রস্তুতি নেওয়ার কিছু পদ্ধতি

2. বর্তমানে তীব্র প্রতিযোগিতার যুগে কঠোর পরিশ্রম ও ধৈর্য সাফল্য এনে দিতে পারে

#Compitative #Exam

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন