Bangla News Dunia, Pallab : ক্যাম্পাসিং মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছেন টাটা কনসাল্টেন্সি সার্ভিস। Tata Consultancy Services (TCS) হলো ভারতের অন্যতম বৃহৎ এবং বিশ্বব্যাপী পরিচিত একটি তথ্যপ্রযুক্তি (IT) এবং পরামর্শদাতা সংস্থা। এটি টাটা গ্রুপের একটি অংশ এবং বিশ্বজুড়ে আইটি পরিষেবা, ব্যবসায়িক সমাধান এবং আউটসোর্সিং প্রদান করে। মুখ্য কার্যালয় ভারতের মুম্বাই শহরে অবস্থিত। ২০২৪-২৫ অর্থবর্ষে টিসিএসে ১ লাখ ১০ হাজার কর্মীদের প্রোমোশন (Promotion) হয়েছে এরফলে উক্ত পদ গুলির পদমর্যাদা বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই কর্মসংস্থান পূরণের উদ্দেশ্যে টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS) ক্যাম্পাসিং মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছেন। তাই আগ্রহী চাকরিপ্রার্থী যাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে তারা ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরি পেতে পারেন। নিম্নে ক্যাম্পাসিং সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?
টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS) হলো ভারতের অন্যতম বৃহৎ এবং বিশ্বব্যাপী পরিচিত একটি তথ্যপ্রযুক্তি (IT) এবং পরামর্শদাতা সংস্থা। এটি টাটা গ্রুপের একটি অংশ। TCS এর প্রধান মিলিন্ড লক্কড় জানিয়েছেন আমাদের কোম্পানি প্রতিনিয়ত প্রোমোশন মাধ্যমে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করেন। ত্রৈমাসিক আমাদের কোম্পানির তরফ থেকে প্রায় ২৫ হাজার অ্যাসোসিয়েটকে প্রোমোশন দেওয়া হয়েছে। এর ফলে এই বছরে আমাদের কোম্পানি মোট ১ লাখ ১০ হাজার কর্মীদের প্রোমোশন দিয়েছেন। আমরা আমাদের কর্মীদের লাগাতার কর্মদক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়ে চলেছি। ২০২৪ সালের সেপ্টেম্বরে টাটা কনসাল্টেন্সি সার্ভিসে কাজ করতেন প্রায় ৬ লাখ ১২ হজার ৭২৪ কর্মী।
ডিসেম্বরের শেষে কর্মীর সংখ্যা হয়ে যায় ৬ লাখ ৭ হাজার ৩৫৪ জন। অর্থাৎ কর্মীদের পদোন্নতির ফলে প্রায় ৫ হাজারের বেশি নতুন শূন্য পদ সৃষ্টি হয়েছে। কোম্পানি দ্রুত শূন্যপদ পূরণ করতে চলেছেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা সদ্য তাদের পড়াশুনা সম্পূর্ণ করেছেন তারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরি পেতে পারেন।
সার্বিকভাবে দেখতে গেলে আশা করা যায় আগামীতে টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS) প্রচুর শূন্য প্রদেশ সৃষ্টি হতে চলেছে। যেহেতু প্রতিবছর কর্মীদের পদোন্নতি ঘটছে তাই সেই পদগুলো পূরণের জন্য কোম্পানির দ্রুত উদ্যোগ গ্রহণ করতে চলেছে।