Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ছাত্রদের জন্য ইনকামের কিছু উপায় ! কিছু কিছু সহজ উপায় আছে যাতে আপনি ছাত্র জীবনে সেগুলি অনুসরণ করে পড়াশোনার পাশাপাশি কিছু টাকা উপার্জন করতে পারবেন। ছাত্র-জীবন থেকেই উপার্জনের উপায় আপনার জানা উচিত তাতে আপনার নিজের পায়ে দাঁড়াতে সুবিধা হবে।
এক নজরে দেখুন ——
বর্তমান দিনে উপার্জনের জন্য সব থেকে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। ইন্টারনেটের মাধ্যমে হয় এই রকম অনেক কাজ আছে। যা থেকে অনেকে বেশি টাকা আয় করে থাকেন।
১. ওয়েবসাইট কন্টেন্ট, সংবাদ বিজ্ঞপ্তি এই সব কাজ ব্লগ বা নানা ওয়েবসাইটের জন্য করে টাকা ইনকাম করা যায়।
২. নানা ধরণের লোগো, ওয়েবসাইট ব্যানার, ছবি সম্পাদনা ইত্যাদি গ্রাফিক্স এর কাজ করে টাকা ইনকাম করা যায়।
৩. ইন্টারনেটভিত্তিক বাজারজাতকরণ কার্যক্রম, যেমন ব্লগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিপণন এই সকল কাজও করা যায়।
৪. প্রাইভেট টিউশনি অনেক কাল থেকে ছাত্র বয়স থেকে উপার্জনের অন্যতম ভালো মাধ্যম।
৫. কল সেন্টার জব উপার্জনের অন্যতম সহায়ক মাধ্যম। বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটি অনেক গুরুত্ব পূর্ণ।
আরো পড়ুন :- RRB NTPC, Level-1 সহ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করলো রেল !
৬. বিভিন্ন কোম্পানির নানা কাজের ডাটা এন্ট্রি করা বা অনলাইন ভিত্তিক নানা কাজ করা যেতে পারে ইত্যাদি।
৭. বিভিন্ন কোম্পানির গ্রাহককে টেলিফোন, ইমেল ও যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদানে প্রয়োজনীয় সহায়তা করা।
এই সকল কিছু কিছু কাজ করে ছাত্ররা ইনকাম করতে পারবেন।
Highlights
1.ছাত্রদের জন্য ইনকামের কিছু উপায় !
#JOB #Online