Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তাই যে সকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন যাবত ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের প্রতীক্ষায় বসে ছিলেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। ভারতীয় ডাক বিভাগ (India Post) হলো ভারতের সরকারি সংস্থা, যা সারা দেশে ডাক পরিষেবা সরবরাহ করে। এটি কমিউনিকেশন মন্ত্রণালয়ের (Ministry of Communications) অধীনে পরিচালিত হয় এবং ভারতের সবচেয়ে পুরনো ও বৃহত্তম ডাক সংস্থা হিসেবে পরিচিত। ডাক বিভাগের অন্তর্গত একাধিক কর্ম সম্পাদনের জন্য প্রতিবছর প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। বর্তমানেও ঠিক এমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোর শূন্য পদের সংখ্যা কত রয়েছে? আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবেন? আবেদন কবে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
পদের নাম:
ভারতীয় ডাক বিভাগের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো গ্রুপ সি নন গেজেটেড (SCD) পদ।
মোট শূন্যপদ:
ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি নন গেজেটেড পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৫ টি।
বয়স সীমা:
ডাক বিভাগ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া প্রার্থীকে হালকা এবং ভারী মোটর গাড়ির জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে তিন বছরের জন্য হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
মাসিক বেতন:
ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রতিমাসে ১৯,৯০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও ডাক বিভাগের নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
অফলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্ব প্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করা হলে সেটিকে a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এবার আবেদন পত্রে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো গুলো পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়ে গেছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।