Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দক্ষতা অনুযায়ী কাজ পাবেন শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের নিয়ে উঠে আসছে নানা সমস্যার কথা। টানা লকডাউন পর্বে বা লকডাউনের শেষের দিকে তাদের বাড়ির ফেরার আতঙ্ক৷ সব মিলিয়ে খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন তারা। তাদের এই করুণ দশার পিছনে কেন্ত্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধীরা। সেই ক্ষতে মলম লাগাতে বিশেষ ভাবনা কেন্দ্রীয় সরকারের। পরিযায়ীদের জন্য বিশেষ প্রকল্পের ভাবনা চিন্তা শুরু হয়েছে কেন্দ্রীয় স্তরে।
উলেখ্য এদের জন্য বিশেষ অ্যাপ আনতে পারেন কেন্ত্রীয় সরকার। এই অ্যাপটি শ্রমদফতরের সঙ্গে যুক্ত থাকবে।এতেই তাদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতার কথাও উল্লেখ করা থাকবে। এর ফলে নিজ নিজ যোগ্যতায় কাজ পেতে পাবেন শ্রমিকরা। এমনই ভাবনাচিন্তা চলছে। কিন্তু মোটের ওপর এরা সকলেই অসংঠিত ক্ষেত্রে কাজ করেন।তাহলে কীভাবে এদের সকলকে এক জায়গায় আনা যাবে? এখানেই থাকবে রাজ্যের ভূমিকা৷ কেন্দ্রীয় শ্রম দফতর ও স্বরাষ্ট্র দফতর রাজ্যের সঙ্গ নিয়মিত যোগাযোগ রাখবে৷ তাদের থেকে তথ্য নেওয়া হবে৷
সেই তথ্যই তুলে ধরা হবে নতুন তৈরি সিস্টেমে। যা কাজ পেতে সাহায্য করবে শ্রমিকদের। ঠিক যেভাবে জন ধন যোজনার কাজ হয়, সেভাবে হবে এই নতুন অ্যাপের কাজ৷ শুধু কাজ পাওয়া নয়, যদি কোনও শ্রমিক নিজে স্বাধীনভাবে কাজ করতে চান, তাহলে তিনি সেটা করার ও সুযোগ পাবেন। জানাচ্ছেনকেন্দ্রীয় সরকারি আধিকারিক।
আনলকের ওয়ান পর্বে ধীরে ধীরে খুলেছে বহু কল কারখানা। কিন্তু শ্রমিকের অভাবে কাজ এগোচ্ছে না সেভাবে। এসব জায়গায় ফের কাজ করতে পারেন এই পরিযায়ীরা। কেন্দ্রের তৈরি এই অ্যাপের মাধ্যমে জুটে যেতে পারে কাজ, এমনই মনে করছে সরকার।
Highlights
1. দক্ষতা অনুযায়ী কাজ পাবেন শ্রমিকরা
2. কেন্দ্রের তৈরি এই অ্যাপের মাধ্যমে জুটে যেতে পারে কাজ, এমনই মনে করছে সরকার
# APP # Employment