Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো কলকাতা পুরসভা। কলকাতা শহরের নোংরা ও নানা রাস্তা সাফ করার কাজের জন্য ৮৫৮ জন মজদুর নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার অন্তৰ্গত ১৪৪টি ওয়ার্ডকে আরও বেশি করে নোংরা মুক্ত রাখতে কাজ করবেন এই গ্রুপ-ডি কর্মীরা।
কলকাতা পুরসভা সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে , ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এই গ্রুপ-ডি কর্মী নিয়োগ হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.mscwb.org গিয়ে অনলাইনে আপনি আবেদন করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতামান ক্লাস এইট পাস করতে হবে। চাকরি প্রাথীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফসিলি জাতি ও উপজাতি দের ক্ষেত্রে বয়সে ছাড় পাওয়া যাবে।
বাংলা ও ইংরেজিতে লিখতে ও কথা বলতে জানতে পারলে এই পরীক্ষায় বসার ছাড়পত্র মিলবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দ্বারা জানা গেছে , নিয়োগের জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। সফল প্রার্থীরা ডাক পাবে চূড়ান্ত ইন্টারভিউতে। তারপর হবে পার্সোনালিটি টেস্ট। শেষে নির্বাচিত প্রাথীরা রাজ্যের গ্রুপ-ডি পদমর্যাদার কর্মীদের সমান সুযোগ-সুবিধা পাবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে কলকাতা পুরসভার কাজ অনেকটাই বেড়ে গিয়েছে। সম্প্রতি এক বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে, কোলকাতা পুরসভার সব ওয়ার্ডে ও বাজারে ধারাবাহিকভাবে কোবিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। এতে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো যাবে বলছেন কলকাতা পুরসভার বিশেষজ্ঞরা।
Highlights
1. নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো কলকাতা পুরসভা
2. www.mscwb.org গিয়ে অনলাইনে আপনি আবেদন করতে হবে
#কলকাতা পুরসভা #mscwb