Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন শূণ্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক চাকরি প্রাথীদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। বড়সড় চাকরির ঘোষণা করেছে পিএনবি। ইতিমধ্যেই পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তরফে ৫০০টির বেশি শূণ্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। তাদের ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশান জারি করে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে স্পেশালিস্ট অফিসার ছাড়া বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ৫৩৫টি শূণ্যপদে নিয়োগ করা হবে। ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদ থাকবে এর মধ্যে।
ইচ্ছুক চাকরি প্রার্থীদের ২৯ শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে অনলাইনে এই আবেদন করা যাবে। pnbindia.in এই ওয়েবসাইট লিংকে ক্লিক করে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সকল ব্যাংকের মতো এক্ষেত্রে অনলাইন পরীক্ষার ভিত্তিতে নিয়োগ চলবে।
প্রিলি পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে। তার ফলাফল ডিসেম্বরে বেরোবে। সফল পরিক্ষাত্রীরা মেইন পরীক্ষায় বসবে। সর্ব শেষে হবে পার্সোনালিটি টেস্ট। বিভিন্ন পদের ক্ষেত্রে সেই বিষয়ের উপর স্নাতক ও কম্পিউটার জানা প্রাথীরা আবেদন করবেন। সম্পূর্ণ বিষয় ওয়েবসাইটে পাবেন।
শূণ্যপদের বিস্তারিত বিবরণ —
ম্যানেজার (Risk): ১৬০ টি পদ ,
ম্যানেজার (Credit): ২০০ টি পদ ,
ম্যানেজার (Treasury): ৩০টি পদ
ম্যানেজার (Law) : ২৫ টি পদ ,
ম্যানেজার (Architect): ২টি পদ ,
ম্যানেজার (Civil) : ৮টি পদ ,
ম্যানেজার (Economic) : ১০টি পদ ,
ম্যানেজার (HR): ১০টি পদ ,
সিনিয়র ম্যানেজার (Risk) ৪০টি পদ
সিনিয়র ম্যানেজার (Credit) : ৫০টি পদ
আবেদন ফি ৮৫০ টাকা সাধারণের ক্ষেত্রে ও তপসীলি জাতি ও উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীরা ছাড় পাবেন। সম্পূর্ণ বিষয় ওয়েবসাইটে পাবেন।
Highlights
1. পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন শূণ্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
2. প্রিলি পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে।
#PNB #BANK #IBPS #JOB