Bangla News Dunia, Pallab : পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে Surveyor in Municipal Rngineering পদে নিয়োগ করা হবে বেশ অনেকগুলি শূন্যপদে।যেখানে আবেদন জানাতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরিপ্রার্থী।
আমরা এই প্রতিবেদনে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রভাবিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সম্পূর্ণ প্রতিবেদনটা দেখে নিন।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
Public Service Commission Job Recruitment Overview
পোস্ট তারিখ | 27.12.2024 |
পদের নাম | Surveyor in Municipal Engineering |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | নিচে উল্লেখিত |
নিয়োগকারী সংস্থা (Selection Process) :
আমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে “পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের” তরফ থেকে।
পদের নাম (Post Name) :
WBPSC এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Surveyor in Municipal Engineering পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification for WBPSC Job) :
এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কি যোগ্যতা প্রয়োজন, সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। সরাসরি আবেদনের সময় আপনারা ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে যাবে।
মাসিক বেতন (Monthly Salary) :
উল্লেখিত পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবে তাদেরকে প্রতি মাসে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
রাজ্যের 23টি জেলা থেকে মোট কতগুলি সন্ধ্যে পদে এখানে সার্ভার নিয়োগ করা হবে, সেটা সমন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক কোনো উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে সার্ভেয়ার পদে চাকরির জন্য। আবেদনের সমস্ত প্রক্রিয়া আমরা নিচে ধাপে ধাপে আলোচনা করলাম।
- প্রথমে যাকে প্রার্থীদের যেতে হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
- সেখানে পৌঁছে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে।
- রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
- লগইন হয়ে গেলে যে অ্যাপ্লিকেশন ফর্মটি করবে সেটিকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- ফরম পূরণ হয়ে গেলে সমস্ত রকম ডকুমেন্টস সেখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
- আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিতে হবে।
- তারপর একবার আপনার আবেদনটি সবকিছু ঠিকঠাক মিলিয়ে নিয়ে সাবমিট করে দিলেই, সেটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস্ থাকতে হবে। সেগুলি হলো –
1.জন্ম সার্টিফিকেট
2.আধার কার্ড
3.ভোটার কার্ড
4.কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5.কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
6.শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও অ্যাডমিট
7.পাসপোর্ট সাইজের ছবি
8.মোবাইল নম্বর
9.ইমেইল আইডি
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন জানাবেন, তাদেরকে লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
আবেদনের শেষ তারিখ সম্বন্ধে অফিসের বিজ্ঞপ্তিতে সঠিক কোনো উল্লেখ করা নেই।
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025