Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পুজোর আগে চাকরিপ্রাথীদের জন্য সুখবর ! রাজ্য পুলিশে ২৬,৪০০ শূন্যপদে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর নিয়োগের ঘোষণা রাজ্য সরকারের তরফে। সামনে বছর বিধানসভার আগেই কিছু কিছু করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ ও সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি ধারীর আবেদন কোনো পারবেন। কনস্টবল পদের বেলায় ১৮ থেকে ২৭ বছর ও সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ২০ থেকে ২৭ বছর অবধি বয়স হতে হবে। নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জী জানান, রাজ্যে আগামী ৩ বছরে ২৬,৪০০ কনস্টেবল ও ২ হাজার ৪০০ জন সাব-ইনস্পেকটর নিয়োগ শেষ করা হবে। সেই মর্মে পূজার আগেই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বের করার ঘোষণা করা হল রাজ্য তরফে।
এছাড়াও পাশাপাশি রাজ্য তরফে জঙ্গল মহল এলাকায় বেকারদের জন্য ৫৫০০ টি জুনিয়র পদে নিয়োগ করা হয়েছিল, এবার এদের স্থায়ী কনস্টেবল পদে উন্নীত করা হচ্ছে। এছাড়াও জুনিয়র কনস্টেবল পদে ভবিষ্যতেও নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
আরো পড়ুন :- প্রফেশনাল ভাবে স্কেটিং করছেন পপ তারকা শাকিরা
এই নিয়োগের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কলকাতা পুলিশ , ট্রাফিক পুলিশ , হোম গার্ড ও রাজ্য পুলিসের কনস্টবলের নানা পদে নিয়োগ হবে। রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর ও এক্সসাইজ পুলিশের এসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ হবে। অন্যদিকে হোমগার্ড, এনভিএফ ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদের দৈনিক মজুরি ৪৮০ টাকা থেকে বাড়িয়ে ৫৪৮ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কর্মীদের রেশন ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Highlights
1. পুজোর আগে চাকরিপ্রাথীদের জন্য সুখবর !
2. পূজার আগেই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বের করার ঘোষণা করা হল রাজ্য তরফে
#WBP #KP #JOB #Bengal