পূজার আগেই বড়সড় কর্মী নিয়োগ করবে ফ্লিপকার্ট !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পূজার আগেই বড়সড় কর্মী নিয়োগে করবে ফ্লিপকার্ট। মার্কিন সংস্থা ওয়ালমার্ট তার অন্যতম ই-কমার্স ইউনিট ফ্লিপকার্টে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে  জানিয়েছে। ই-কমার্স  স্ট্থ স্ফ্লিপকার্ট জানিয়েছে যেডেলিভারি এক্সিকিউটিভ, পিকার্স, প্যাকার এবং সোর্টার – প্রভৃতি পদে মোট ৭০ হাজার লোক সরাসরি নেবে তারা। এছাড়া কিরানা স্টোর সহ অন্যান্য ক্ষেত্রে কাজ মিলবে আরো কয়েক লাখের।  আমেরিকান   ই-কমার্স ইউনিট ফ্লিপকার্টে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে। ফ্লিপকার্ট জানিয়েছে যেডেলিভারি এক্সিকিউটিভ, পিকার্স, প্যাকার এবং সোর্টার – প্রভৃতি পদে মোট ৭০ হাজার লোক সরাসরি নেবে তারা। এছাড়া কিরানা স্টোর সহ অন্যান্য ক্ষেত্রে কাজ মিলবে আরো কয়েক লাখের।

Flipkart এবং মার্কেটপ্লেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিতেশ ঝা বলেছেন, ৫০,০০০ এরও বেশি স্টোর ও কয়েক মিলিয়ন প্যাকেজ সরবরাহের জন্য হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ফ্লিপকার্ট ক্লাসরুম এবং ডিজিটাল প্রশিক্ষণের মিশ্রণের মাধ্যমে নতুন কর্মীদের প্রশিক্ষণ দেবে এই সংস্থা। উলেক্ষ অনলাইন অর্ডারের দাবি বাড়ার পর ই-কমার্স কোম্পানি অ্যামাজন ১ লক্ষ নতুন চাকরি দেবে বলে ঘোষণা করল।

আরো পড়ুন :- সল্প পুঁজির কিছু লাভজনক ব্যবসার আইডিয়া সমন্ধে জানুন

পাশাপািশি কোম্পানি জানিয়েছে যে, নতুন নিযুক্ত স্থায়ী আর অস্থায়ী দুটো পদেই হবে। নতুন কর্মচারীরা অর্ডারের প্যাকিং, ডেলিভারি সহ অন্যান্য বিভাগে কাজ করবে। আগামীদিনে অনলাইন অর্ডার আরো বাড়লে ধাপে ধাপে নিয়োগ বাড়বে। চাকরিতে ইছুকরা সত্তর অনলাইনে যোগাযোগ করুন ।।

Highlights

1. পূজার আগেই বড়সড় কর্মী নিয়োগে করবে ফ্লিপকার্ট

2. চাকরিতে ইছুকরা সত্তর অনলাইনে যোগাযোগ করুন

#FLIPKART #AMAZON #JOB #ECOMERCE

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন