Bangla News Dunia , Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পুনরায় আরেকটি নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাশ যোগ্যতায় সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের এক জেলা ম্যাজিস্ট্রেট ( DM) দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাগরিক আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের বয়স সীমা রয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর।
নিম্নে নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো।
নিয়োগ সংস্থা:
কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট(DM) তরফে সম্পূর্ণ করা হবে।
আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন
পদের নাম:
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম গুলি হল-
- হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদ।
- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ।
- কাউন্সেলর পদ।
- নার্স পদ।
- রাঁধুনি পদ।
- আয়া পদ।
- হাউস মাদার পদ।
পদের সংখ্যা:
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ১১ টি। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য ভিন্ন পদ রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীর ১৩/১২/২০২৪ হিসেব অনুযায়ী বয়স সীমা রয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ন্যূনতম ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৩,১৭০ টাকা। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
হেল্পার কাম নাইট ওয়াচম্যান ও কাউন্সেলর পদের আবেদন কারীকে স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। হাউস মাদার পদের জন্য স্বীকৃতি কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়া বাকি নার্স, রাঁধুনি, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, আয়া প্রভৃতি পদের আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার এবং ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য ডাকা হবে।
আবেদন শেষ তারিখ
১৩ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন সঠিক যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।