Bangla News Dunia, Pallab : সম্প্রতি মেদিনীপুর জেলার বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় শিক্ষক পদে নিয়োগ করা হবে। সেখানে আবেদন করতে পারবে, মেদিনীপুর জেলার যে কোন জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।
আমরা এই প্রতিবেদনে বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে কি কি পদে নিয়োগ করা হচ্ছে ? কিভাবে আবেদন করতে হবে ? আবেদনকারীর বয়স কত হতে হবে ? নিযুক্ত প্রার্থীদের কত টাকা মাসিক বেতন দেওয়া হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আবেদন করার জন্য ? আবেদনকারী প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে ?কত তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে ? আবেদনমূল্য কি রয়েছে ? ইত্যাদি সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করেছি। যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন করে ফেলতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ বিষয়টা দেখে নেওয়া যাক।
আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !
নিয়োগকারী সংস্থা : বিদ্যাসাগর শিশু নিকেতন।
পদের নাম (Post Name) :
বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মোট 2 ধরনের পদে। সেগুলি হলো –
- Post Graduate Teacher (PGT) এবং
- Trained Graduate Teacher (TGT)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে PGT পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের মাস্টার ডিগ্রী করা থাকতে হবে ভূগোল বিষয় নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং TGT পদে আবেদন করতে হলে গ্রাজুয়েশন ভাব থাকতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 21 বছরের ঊর্ধ্বে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন (Monthly Salary) :
এইখানে নিযুক্ত প্রার্থীদের বিদ্যাসাগর শিশু নিকেতনের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 2টি পদে নিয়ম করছে বিদ্যাসাগর শিশু নিকেতন।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য চাকরিপ্রার্থীদের নিজের যাবতীয় সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য ইত্যাদি দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে। তারপর সেটিকে একটি A4 পেপারে প্রিন্ট করে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ সহযোগে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর। সেই সমস্ত ডকুমেন্টস গুলি হল –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- পূর্ববর্তী কাজের অভিজ্ঞতায় প্রমাণপত্র
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট
- গ্রাজুয়েশনের মার্কশিট
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি ইত্যাদি
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 27.01.2025 |
আবেদনের শেষ তারিখ | 17.02.2025 |
আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে
আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন