বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে TATA ! 24 ধরনের পদে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

tata-technologies

Bangla News Dunia, Pallab : ভারতীয় সকল চাকরিপ্রার্থীদের জন্য টাটা ইনস্টিটিউট নিয়ে এলো এক দুর্দান্ত চাকরির খবর। যে বিজ্ঞপ্তিতে টাটা ইনস্টিটিউট ক্লার্ক, ইঞ্জিনিয়ার, কেরানি, সহকারী অ্যাসিস্ট্যান্ট, পরীক্ষাগার অফিসার সহ 24 ধরনের পদে কর্মী নিয়োগ করতে চলেছে। উচ্চ মাধ্যমিক পাস থেকে মাস্টার্স ডিগ্রী পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

এই টাটা গোষ্ঠীতে আবেদন করার জন্য প্রার্থীদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোন পদ্ধতিতে আবেদন জানাবেন কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদনের শেষ তারিখ কবে এই সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা সম্পূর্ণ তথ্য যাচাই করে তারপরে আবেদন করবেন।

আরো পড়ুন: কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত

নিয়োগকারী সংস্থা TATA TIRF
পদের নাম ক্লার্ক, কেরানী, ইঞ্জিনিয়ার সহ 24 ধরনের পদ
মোট শূন্যপদ অসংখ্য শূন্যপদ
মাসিক বেতন পদ অনুযায়ী বিভিন্ন
আবেদনের শেষ তারিখ 11.01.2025

পদের নাম – শূন্যপদ এবং বেতন কাঠামোর তালিকা

প্রার্থীদের এখানে ক্লার্ক ইঞ্জিনিয়ার সহকারী অ্যাসিস্ট্যান্ট, পরীক্ষার বিশেষজ্ঞ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ ২৪ ধরনের পদে নিয়োগ করা হবে। এই সমস্ত পদের মাসিক বেতন ভিন্ন ভিন্ন রকমের। আমরা নিজে কিছু পদের নাম শূন্য পদ এবং মাসিক বেতন সম্পর্কে তুলে ধরলাম। সম্পূর্ণ তথ্য জানতে নীচের অফিশিয়াল বিজ্ঞপ্তি  দেখুন।

পদের নাম শূন্যপদ বেতন কাঠামো
মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার 02 টি শূন্যপদ পে লেবেল 10
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 04 টি শূন্যপদ পে লেবেল 06
টার্নার, সিভিল, ইলেকট্রিক্যাল, ফিটার ট্রেডসম্যান 07 টি শূন্যপদ পে লেবেল 03
ক্লার্ক 03 টি শূন্যপদ পে লেবেল 03
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 02 টি শূন্যপদ পে লেবেল 03
ওয়ার্ক এসিস্ট্যান্ট 02 টি শূন্যপদ পে লেবেল 01
কেরানি এবং কাজের সহকারি 06 টি শূন্যপদ পে লেবেল 03
সাইন্টিফিক অফিসার 02 টি শূন্যপদ পে লেবেল 10

আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

পদ অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ভিন্ন ভিন্ন রয়েছে। আমরা নিচে টেবিল আকার আপনাদের সামনে তুলে ধরলাম।

পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা (সর্ব্বোচ্চ)
মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার 60% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেকানিক্যাল 28 বছর
সিভিল ইঞ্জিনিয়ার 33 বছর
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক পাস সঙ্গে কম্পিউটার দক্ষতা উভয় পদের জন্য 33 বছর
টার্নার, সিভিল, ইলেকট্রিক্যাল, ফিটার ট্রেডসম্যান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সহ নির্দিষ্ট ট্রেডে আইটিআই (ITI) ডিগ্রি সবকইটি পদের জন্য 33 বছর
ক্লার্ক 50% নাম্বার সহ গ্রাজুয়েশন পার্স সর্ব্বোচ্চ 33 বছর
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে NTC পাস সর্ব্বোচ্চ 28 বছর
ওয়ার্ক এসিস্ট্যান্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি সর্ব্বোচ্চ 33 বছর
সাইন্টিফিক অফিসার B.Tech / BE সহ ইলেকট্রিক্যাল অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সর্ব্বোচ্চ 33 বছর

সম্পূর্ণ আবেদন পদ্ধতি

TATA TIFR এ আবেদনের জন্য প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে TIFR এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর Career অপশনে ক্লিক করে Recruitment বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার যাবতীয় তথ্য পূরণ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পন্ন হবে।

কিভাবে প্রার্থী নির্বাচন হবে

বিভিন্ন পদে নিয়োগ করার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া বিভিন্ন রকম। কিছু কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবার কিছু কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আরো পড়ুন:  কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন