বিভিন্ন ব্লকে BLRO অফিসে কর্মী নিয়োগ শুরু, এখনই আবেদন করে ফেলুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পুনরায় আরেকটি নতুন জেলায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূমি সংস্কার দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের এক জেলার ভূমি সংস্কার দপ্তরের একাধিক কাজ সম্পাদনের জন্য ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ করা হবে। সকল চাকরিপ্রার্থী যাদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, মাসিক বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রার্থী বাছাই প্রক্রিয়া, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

পদের নাম এবং শূন্য পদের সংখ্যা 

সংশ্লিষ্ট জেলার ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ডাটা এন্ট্রি অপারেটর (DEO)পদ। ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৯ টি। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

বয়স সীমা:

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। এছাড়াও ন্যূনতম ০৫ মাসের কম্পিউটার শিক্ষা কোর্স বাধ্যতামূলক।

মাসিক বেতন:

ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের পর রাজ্য সরকারের বেসিক পে অনুযায়ী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১৩,০০০ টাকা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীরা নিম্নলিখিত ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদনপক্ষে সম্পূর্ণ করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

সংশ্লিষ্ট জেলার ভূমি সংস্কার দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন রয়েছে, যথা –

  •  আবেদনকারীর বয়স প্রমাণ পত্র।
  •  স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  •  স্নাতকের মার্কশিট এবং সার্টিফিকেট।
  • কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট।
  • সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই ক্ষেত্রে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নাম্বারের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। সবশেষে মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগ পত্র দেওয়া হবে।

অনলাইন আবেদনের সময়সীমা:

আবেদন প্রক্রিয়া ০১ লা জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে, এই আবেদন চলবে আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

জব লোকেশন:

আবেদন প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীদের পূর্ব মেদিনীপুর জেলায় BL&LROs, SDL&LROs এবং DL&LRO এর অধীনে বিভিন্ন অফিস জব লোকেশন দেওয়া হবে।

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন