Bangla News Dunia, Pallab : বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি । যে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে শুধুমাত্র মাধ্যমিক এবং GNM পাস যোগ্যতায় “নার্সিং অফিসার” (Nursing Officer) পদে নিয়োগ করা হবে।
আপনারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের উল্লেখিত আজকের এই প্রতিবেদনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেটা এখানে আবিধানের ক্ষেত্রে আপনাদের প্রচুর সহায়তা করবে।
পোস্ট তারিখ | 15.12.2024 |
পদের নাম | Nursing Officer, General Duty Medical Officer |
শিক্ষাগত যোগ্যতা | নীচে উল্লেখিত |
মোট শূন্যপদ | 4 টি |
আবেদনের শেষ তারিখ | 04.01.2025 |
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন
নিয়োগকারী সংস্থা (Required Agency) : আমাদের আজকের প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তি সম্বন্ধে আমরা আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
পদের নাম (Post Name) :
এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে Nursing Officer ও General Duty Medical Officer পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আপনারা যদি মেডিকেল অফিসার পদে আবেদন করতে চান, তাহলে আপনাদেরকে দেশের যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী পাস থাকতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের একজন পার্মানেন্ট রেজিস্টারকৃত মেম্বার হতে হবে।
এদিকে আবার Nursing Officer পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের রাজ্যের যে কোনো শিক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM পাস থাকতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের একজন রেজিস্ট্রারকৃত মেম্বার হতে হবে।
বয়স (Age Criteria) :
নার্সিং অফিসার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসের পদে আবেদন করার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছরের মধ্যে। কিন্তু উভয় ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন (Monthly Salary) :
ওপরে উল্লিখিত পদগুলিতে যারা নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 70,000 এবং 30,000 টাকা বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 4টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন এ থাকা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহযোগী কোনরকম ভুলভ্রান্তি না করে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর যাবতীয় সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টস্ এর জেরক্স কপি একটি খামে ভরে, উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
আবেদন পাঠানোর ঠিকানা (Application form sending Address) :
The Office of the Chief Medical Officer
Pearson Memorial Hospital
Vishva Bharati, Shantiniketan
Birbhum
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদেরকে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইমেইলের মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউ নিয়েই তাদেরকে সরাসরি নিয়ম করা হবে নির্দিষ্ট পদে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 04.01.2025 তারিখ পর্যন্ত ।
আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !