বেসরকারি ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ শুরু, মাসিক বেতন 48,000 টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : বর্তমানে বিভিন্ন ক্ষেত্রের তুলনায় ব্যাংকে চাকরি পাওয়া অনেকটা সহজলভ্য, কারণ প্রতিবছর ব্যাঙ্কের তরফে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। সেই মোতাবেক বর্তমানে ব্যাংক অফ বরোদায় এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার স্পেশালিস্ট অফিসার (SO) পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। নিম্নে ব্যাঙ্ক অফ বরোদা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

পদের নাম:

ভারতীয় ব্যাংক গুলির মধ্যে ব্যাঙ্ক অফ বরোদা অন্যতম। ব্যাংকের কাজকর্ম পরিচালনায় জন্য প্রতিবছর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। বর্তমানে নিম্নলিখিত পদ গুলিতে ব্যাঙ্ক অফ বড়োদায় কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

  1. • এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদ।
  2. • এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার পদ।
  3. • ম্যানেজার বিক্রয় পদ।
  4. • ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদ।
  5. • সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদ।
  6. • সিনিয়র ম্যানেজার MSME সম্পর্কিত পদ ‌।
  7. • টেকনিক্যাল ম্যানেজার পদ।
  8. • সিনিয়র ম্যানেজার পদ।
  9. • টেকনিক্যাল অফিসার পদ।
  10. • সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক পদ।
  11. • ক্লাউড ইঞ্জিনিয়ার পদ।
  12. • সিনিয়র ম্যানেজার তথ্য নিরাপত্তা পদ।

মোট শূন্য পদের সংখ্যা:

ব্যাঙ্ক অফ বড়োদয় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা 1267 টি।

এর মধ্যে এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে শূন্য পদের সংখ্যা 150, এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার শূন্য পদের সংখ্যা 50, ম্যানেজার – বিক্রয় শূন্য পদের সংখ্যা 450, ম্যানেজার – ক্রেডিট অ্যানালিস্ট শূন্য পদের সংখ্যা 78, সিনিয়র ম্যানেজার – ক্রেডিট অ্যানালিস্ট শূন্য পদের সংখ্যা 46, সিনিয়র ম্যানেজার – MSME সম্পর্ক শূন্য পদের সংখ্যা 205, প্রধান – SME সেল শূন্য পদের সংখ্যা 12, টেকনিক্যাল ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা 2, সিনিয়র ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা 4, টেকনিক্যাল অফিসার – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা 4, সিনিয়র ডেভেলপার – ফুল স্ট্যাক JAVA শূন্য পদের সংখ্যা 26, ক্লাউড ইঞ্জিনিয়ার শূন্য পদের সংখ্যা 6টি, সিনিয়র ম্যানেজার – তথ্য নিরাপত্তা অফিসার পদে শূন্য পদের সংখ্যা 1 টি।

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২২ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের একাধিক পদে একাধিক মাসিক বেতন প্রদান করা হবে। তবে সব পদের ক্ষেত্রেই ৪৮,৪০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা মধ্যে বেতন কাঠামো রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে এবং যে পদে আবেদন করবেন সেই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আইটিআই কোর্স সম্পূর্ণ করতে হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

বিষয় বিস্তারিত তথ্য
পদের নাম এগ্রিকালচার মার্কেটিং অফিসার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার, ক্লাউড ইঞ্জিনিয়ার, অন্যান্য পদে নিয়োগ করা হবে
মোট শূন্য পদের সংখ্যা মোট 1267 টি
বয়স সীমা ২২ থেকে ৪২ বছর (সংরক্ষণ শ্রেণীর জন্য ছাড়)
মাসিক বেতন ৪৮,৪০০ থেকে ১,২০,৯৪০ (পদভেদে ভিন্ন হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন + অন্যান্য
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন মূল্য সাধারণ প্রার্থীদের ৬০০, SC/ST/PWD/মহিলা প্রার্থীদের ১০০
নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ
আবেদন শেষ তারিখ ১৭ জানুয়ারি ২০২৫

আবেদন মূল্য:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সাধারণ চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আবেদন মূল্য হিসেবে লাগবে। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা SC, ST, PWD এবং মহিলা চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা দিতে হবে।

আবেদন শেষ তারিখ:

আবেদন প্রক্রিয়া গত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে এই আবেদন চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন